• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

সামছুর রহমান ফের বিপিসির চেয়ারম্যান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির চেয়ারম্যান হিসেবে আবারো দায়িত্ব পেয়েছেন মো. সামছুর রহমান। পেশাদার এই আমলা সরকারের সচিব হিসেবে অবসরের পর ছুটিতে ছিলেন। সরকার তার পেশাগত দক্ষতা মূল্যায়ন করে চুক্তিভিত্তিক প্রক্রিয়ায় আরো এক বছরের জন্য নিয়োগ দিয়েছে, যাতে বিপিসি আরো সামনে এগিয়ে যেতে পারে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই আমলাকে বিপিসির চেয়ারম্যান হিসেবে প্রথম দায়িত্ব দেয়।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে সরকারের সচিব মো. সামছুর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা-৪৯ মোতাবেক অবসরের পর ছুটি বাতিল করে নতুন করে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাই এই নিয়োগ আগামী ২৬ অক্টোবর থেকে কিংবা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর হবে।

বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, সামছুর রহমান তার বিগত দিনের কার্যক্রমে বিপিসি অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো গতিশীল ও লাভজনক সরকারি সংস্থা হিসেবে গড়ে উঠেছে। তিনি বিগত কয়েক মাসে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে গভীরভাবে কাজ করেছেন। তা ছাড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের কাছে বিপিসির দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন এই আমলা। টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জনে সরকারের জ্বালানি নিরাপত্তা ইস্যুতেও কাজ করে যাচ্ছেন তিনি।

সামছুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকরিতে যোগদান করেন ১৯৮৫ সালে। বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি নির্বাহী হাকিম, এসি ল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবেও কাজ করেছেন সফলভাবে।

জানা যায়, বিপিসির চেয়ারম্যানকে পদাধিকার বলে পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির চেয়ারম্যান হিসেবে কাজ করতে হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads