• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সহজে ব্যবসার সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

সহজে ব্যবসার সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৯

ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করা সূচকে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৬৮তম। গত বছর ১৭৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফআইসি) 'ইজ অব ডুয়িং বিজনেস-২০২০' রিপোর্ট প্রকাশ করেছে।

কোনো দেশে ব্যবসা-বাণিজ্যের নিয়ম-কানুন ও তার বাস্তবায়ন কতটুকু সহজ বা কঠিন তার ওপর বিশ্বব্যাংক এই সূচক তৈরি করে।

মোট ১০টি ভিত্তির ওপরে বিশ্বব্যাংক ডুয়িং বিজনেসের ধাপ নির্ধারণ করে। এগুলো হলো ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎসংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া।

প্রতিবেশী দেশ ভারত এই সূচকে ১৪ ধাপ এগিয়ে এবার ৬৩তম স্থানে অবস্থান করছে। আর সূচকের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে সিঙ্গাপুর, হংকং আর ডেনমার্কের মতো দেশগুলো।

আইএফসি বলেছে, বাংলাদেশ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু, বিদ্যুৎ সংযোগ এবং ঋণপ্রাপ্তিকে সহজ করেছে। নতুন কোম্পানি নিবন্ধনের খরচ কমেছে। ডিজিটাল সনদ ফি বাতিল করা হয়েছে। ঢাকায় নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে জামানত অর্ধেক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো তার তথ্য সংরক্ষণের আওতা বাড়িয়েছে এবং যে কোনো অংকের ঋণের উপাত্ত সংরক্ষণ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads