• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই’

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া

প্রতিনিধির পাঠানো ছবি

অর্থ ও বাণিজ্য

নরসিংদীতে কর মেলা

‘সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই’

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেছেন, কর প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। যদি কেউ কর প্রদান না করেন, তাহলে তা হবে রাষ্ট্রের প্রতি চরম অন্যায়। নাগরিকদের দেওয়া কর দ্বারাই রাষ্ট্র সকল সেবামূলক প্রতিষ্ঠানে ব্যয়ভার বহন করে । বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে থাকে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। আর এ সমস্ত প্রতিষ্ঠান থেকে দেশের আপামর জন সাধারণ সেবা পেয়ে থাকে। যদি কেউ ইচ্ছা করে কর দেওয়ার উপযুক্ত হয়েও কর প্রদান না করে তাহলে ঐ নাগরিক সুনাগরিক হতে পারে না।

আজ রোববার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমীতে আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরো বলেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। যেসব কর্তারা কর আদায় করতে গিয়ে কোন প্রকার অনৈতিক দাবী বা হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অতীতের চেয়ে বর্তমানে মানুষ বেশি বেশি কর দিচ্ছে। গত ৩ বছরে নরসিংদীতে করদাতার সংখ্যা ১৬ হাজার থেকে বেড়ে বর্তমানে ২৫ হাজারে পৌঁছেছে। রবিবার নরসিংদীতে এক হাজার করদাতা তাদের কর পরিশোধ করেছে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১০ কর অঞ্চলের কর কমিশনার আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, সহকারী পুলিশ সুপার জাকির হাসান প্রমূখ। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হওয়া আয়কর মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads