• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আসবে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ছবি : সংগ‍ৃহীত

অর্থ ও বাণিজ্য

আসবে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৯

বাংলাদেশে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগে আগ্রহী এশিয়া প্যাসিফিকের ২৭টি দেশ। ক্ষুদ্র প্রকৌশল, অবকাঠামো, পর্যটন, অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ খাতসহ অন্যান্য খাতে এ বিনিয়োগ আসবে।

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই সময় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএসিসিআই সভাপতি সামির মোদি উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী সিএসিসিআই সঙ্গে এফবিআইয়ের ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুদিনের সম্মেলন থেকে প্রাপ্তি সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশসহ ২৮টি দেশ এতে অংশ নেয়। ওই সব দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং তিন শরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন।

এদিকে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, সিএসিসিআইয়ের অন্তর্ভুক্ত দেশগুলো থেকে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগের ক্ষেত্র পেয়েছি। এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে হবে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালিটি, মোটরবাইকের বাই পার্টস লিংকেজসহ অন্যান্য ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশগুলো।

সম্মেলনে দুটি চুক্তি সই হয়েছে জানিয়ে ফাহিম বলেন, এ কনফারেন্সে দুটো এমওইউ সই হয়েছে। বাংলাদেশের যত চেম্বার আছে, সবাই গ্লোবাল প্ল্যাটফর্মে সংযুক্ত হচ্ছে। সে বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। এতে আমাদের প্রত্যন্ত এলাকার যে চেম্বার আছে, তারা তাদের পণ্য বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে। তাদের ক্ষেত্র বড় হবে। এতে কোনো বিনিয়োগ ছাড়াই তাদের মার্কেট শেয়ার আরো বাড়বে।’

অন্য চুক্তি প্রসঙ্গে ফাহিম বলেন, ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাডভান্স ইলেডুকেশন অস্ট্রেলিয়ার সঙ্গেও একটি চুক্তি হয়েছে। ওনারা আমাদের এফবিসিসিআইয়ের সঙ্গে ট্রেনিং মডিউল শেয়ার করবে। এর ফলে আমাদের উদ্যোক্তাদের কর্মসক্ষমতা বাড়বে।

এদিকে সিএসিসিআই সভাপতি সামির মোদি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন খুবই আশাব্যঞ্জক। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। এখানে আমরা আগের চেয়ে অধিক বিনিয়োগ করতে আগ্রহী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads