• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিনোদন

চলে গেলেন গানের পাখি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৮

চলে গেলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী শাম্মী আখতার। মঙ্গলবার দুপুর তিনটায় তার শারীরিক অবস্থা খারাপ হলে শান্তিনগরের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়।  হাসপাতালে নেয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করে তিনি।  শাম্মী আখতার বিগত পাঁচ বছর যাবত ক্যান্সারে ভুগছিলেন।

বাংলায় জন্ম নেয়া, বাংলায় কথা বলা, বাংলার মানুষের ভালোবাসা পাবার মধ্যেই যেন নিজের জীবনের সার্থকতা খুঁজে পেতেন শাম্মী আখতার। শাম্মী আখতারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে।  এরপর নানান সময়ে নানান জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি।

চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আসি যেমন আছি তেমন রবো বউ হবোনারে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’। সত্য সাহার সুর সঙ্গীতে এই দুটি গানের জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। এরপর শাম্মী আখতারের চলচ্চিত্রে প্রায় তিনশো গান গেয়েছেন।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ভালোবাসলেই সবার সাথে ঘর বাধা যায়না গানটি গাওয়ার জন্য শাম্মী আখতারকে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি আকরামুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাম্মী আখতার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। মৃত্যুর আগে দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই সময় কাটাতেন শাম্মী আখতার।

শাম্মী আখতারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানান সময়ে নানান জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন।

১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ (১৯৮০) ছবিতে। আর এই অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’ গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে এখনো।

আজ ঢাকা শহরেই মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন গুণী কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম। তিনি জানান, আজ বিকেল ৪ টা ১৫ মিনিটে রাজধানীর অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে মারা যান শাম্মী।

জানা যায়, শাম্মী আক্তার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। পরে তা শরীরে ছড়িয়ে যায়। কালের কণ্ঠকে আকরামুল ইসলাম জানান, সকালে অবস্থার অবনতি হলে সবুজ বাগ এলাকার অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads