• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিনোদন

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক চলচ্চিত্রকারের জামিন নামঞ্জুর

  • বাসস
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৮

কম্বোডিয়ার আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে গতবছর গ্রেপ্তারকৃত অস্ট্রেলিয়ান চলচিত্র পরিচালক জেমস রিকেটসন(৬৮) কে জামিন দেয়নি।

মঙ্গলবার তার জামিনের শুনানীর দিন ধার্য ছিলো।

গত বছর জুনে জেমস ড্রোন থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেনে কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির সমাবেশের ছবি তুলতে গেলে পুলিশ গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করে।

দেশটির আদালতের বিতর্কিত রায়ের প্রেক্ষিতে পরবর্তীতে দলটিকে ভেঙে দেয়া হয়।

সুপ্রিম কোর্টের বিচারক সুয়ং পানহাবুথ জামিন না মঞ্জুর করার কারণ হিসেবে মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন।

গ্রেপ্তারকৃত রিকেটসনের বিরুদ্ধে বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়নের কারণে কম্বোডিয়ার প্রতিরক্ষা বিষয়ক তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে আদালতে।

দোষী সাব্যস্ত হলে রিকেটসনের কমপক্ষে ১০ বছরের সাজা হতে পারে।

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads