• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিনোদন

অস্কার : সেরা ছবি দ্য শেপ অব ওয়াটার  

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে উঠেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের পর্দা। বাংলাদেশ সময় সোমবার ভোরে ওই অনুষ্ঠানে ঘোষণা করা হয় অস্কার বিজয়ীদের নাম।

অস্কারের এবারের আসরে সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেত্রীর  পুরস্কার জিতেছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড।  থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে তিনি জেতেন এই পুরস্কার। 

দ্বিতীয়বার অস্কারের মনোনয়ন পেয়ে শেষ পর্যন্ত সেরা অভিনেতার পুরস্কারটা জিতে নিলেন গ্যারি ওল্ডম্যান। ডার্কেস্ট আওয়ার ছবির জন্য তার হাতে পুরস্কার তুলে দেন হেলেন মিরেন ও জেন ফন্ডা।

এ বছর অস্কারে থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি  ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতে নিয়েছেন স্যাম রকওয়েল।

অস্কারে এবার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জ্যানি। আই, টনিয়া’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবার অস্কার পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো সেরা পরিচালকের অস্কার লুফে নিয়েছেন গিয়েরমো দেল তোরো। দ্য শেপ অব ওয়াটার  ছবির জন্য তিনি জেতেন এই পুরস্কার।

সেরা মৌলিক চিত্রনাট্য লেখক হিসেবে জীবনের প্রথম অস্কার জয় করেছেন ৩৯ বছর বয়সী জর্ডান পিল। অবশ্যই সেটা বোদ্ধা মহলে আলোচিত ছবি গেট আউটের জন্য। আর মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে অস্কার জয়ের কৃতিত্বও তারই। 

গতবারের মতোই সেরা ছবির নাম ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানানো হয় ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে-কে। তারা চারদিকে যৌন নিপীড়নের ব্যাপারে যেভাবে চলচ্চিত্র জগতের অভিনেত্রী আর গায়িকারা সোচ্চার হয়েছেন, তাতে অনেকে ধরেই নিয়েছিলেন যে, এবার অস্কারে সেরা ছবির পুরস্কার পাবে থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। সবাইকে অবাক করে দিয়ে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি হিসেবে তারা ঘোষণা করেন  দ্য শেপ অব ওয়াটারের নাম।

ছবিটি এবার অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পায়। তবে পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইনে। পুরস্কার নেওয়ার জন্য পরিচালক গিয়েরমো দেল তোরো তার ছবির শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন।

বিদেশি ভাষার সেরা ছবির অস্কার পেয়েছে চিলির   আ ফ্যান্টাস্টিক ওম্যান’। স্প্যানিশ ভাষার এই ছবির পরিচালক সিবাস্তিয়ান লেলিও। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েলা ভেগা।

 

এক নজরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড: 

১. সেরা ছবি- দ্য শেপ অব ওয়াটার 

২. সেরা পরিচালক- গিয়েরমো দেল তোরো 

৩. সেরা অভিনেতা- গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার) 

৪. সেরা অভিনেত্রী- ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

৫. সেরা পার্শ্ব অভিনেতা- স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

৬. সেরা পার্শ্ব অভিনেত্রী- অ্যালিসন জ্যানি (আই, টনিয়া)

৭. সেরা চিত্রনাট্য- গেট আউট

৮. অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- কল মি বাই ইয়োর নেম

৯. বিদেশি ভাষার সেরা ছবি- আ ফ্যান্টাস্টিক ওম্যান

১০. সেরা অ্যানিমেটেড ছবি- কোকো

১১. ভিজ্যুয়াল ইফেক্টস- ব্লেড রানার ২০৪৯

১২. সেরা ছবি সম্পাদনা- ডানকার্ক

১৩. সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ডিয়ার বাস্কেটবল

১৪. সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম- দ্য সাইলেন্ট চাইল্ড

১৫. সেরা ডকুমেন্টরি শর্ট- হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫।

১৬. সেরা স্কোর- দ্য শেপ অব ওয়াটার

১৭. সেরা গান- রিমেম্বার মি (কোকো)

১৮. সেরা প্রোডাকশন ডিজাইন- দ্য শেপ অব ওয়াটার

১৯. সেরা সিনেমাটোগ্রাফি- ব্লেড রানার ২০৪৯

২০. সেরা কস্টিউম ডিজাইন- ফ্যানটম থ্রেড

২১. সেরা মেকাপ অ্যান্ড হেয়ার স্টাইলিং- ডার্কেস্ট আওয়ার

২২. সেরা ডকুমেন্টরি ফিচার- ইকারাস

২৩. সেরা শব্দ সম্পাদনা- ডানকার্ক

২৪. সেরা সাউন্ড মিক্সিং- ডানকার্ক

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads