• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিনোদন

পরিবার চাইলেই বিয়ে করব

  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৮

দীপ্ত টিভিতে রোববার রাত ৯টায় প্রচার হবে কমেডি ধারাবাহিক ‘সন্দেহ ভাইরাস’। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন ঈশানা।  বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন আল কাছির

 

ধারাবাহিকের নাম ‘সন্দেহ ভাইরাস’ কেন?

পুত্রসন্তানহীন গণি মিয়া অবৈধ টাকার বাড়ি করে বাড়ির নাম দিয়েছে আনন্দমহল। আনন্দমহলে আনন্দের দেখা নেই। তার একমাত্র কারণ সন্দেহ। গণি মিয়াকে তার স্ত্রী গুলবাহার বেগম সন্দেহ করেন নিশ্চয়ই পুত্রসন্তানের আশায় গণি মিয়া গোপনে একটা বিয়ে করেছে। গণি মিয়ার দুই মেয়ের জামাই পিন্টু-মিন্টুও একে অপরকে নানা বিষয়ে সন্দেহ করে। কমেডি গল্পের ধারাবাহিক এটি, সবার মধ্যে সন্দেহ করার একটা প্রবণতা আছে।

আপনার চরিত্রটি কেমন?

একজন নায়িকার চরিত্রে অভিনয় করছি যে খুবই প্র্যাকটিক্যাল। গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত থাকে সে। সবার সঙ্গে লজিক্যালি কথাবার্তা বলার চেষ্টা করে। পরিবারের সবার প্রতি ওর খুব মায়া। আবার এ মেয়েটাই এক সময় লুকিয়ে বিয়েও করে ফেলে। গল্পে আমার চরিত্রের মধ্যেও সন্দেহ করার একটা প্রবণতা আছে। যেমন আমি আমার দুলাভাইকে সন্দেহ করি, উনি আবার আমাকে সন্দেহ করে।

কেমন উপভোগ করছেন? 

খুব এনজয় করছি। সেটে আ খ ম হাসান ভাই, সাজু ভাই, ম ম মোর্শেদ ভাই, তানজিকা আপুসহ সবাই অনেক আনন্দ করে, মজা করে কাজটা করছি।

মঞ্চে কাজের ব্যাপারে কিছু ভাবছেন? 

মঞ্চে আমার আসলে সেরকম ভাবে কোনো কাজ করা হয়নি। মঞ্চ নাটক দেখতে ভালো লাগে। মঞ্চে কাজ করার ইচ্ছা আছে কিন্তু সৌভাগ্য হয়নি আমার কখনো। সে সুযোগ বা সৌভাগ্য হলে মঞ্চে কাজ করার পরিকল্পনা আছে। দেখা যাক কবে সুযোগ হয়।

অনেকদিন ধরেই আপনি বিজ্ঞাপনে অনিয়মিত, কেন? 

হুম। আসলে এই মাধ্যমটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। আর আমি এটাকে এড়িয়ে যেতে চাই না। তাই কিছুদিন ধরে বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করছি। খুব ভালো কোনো বিজ্ঞাপন না হলে করার ইচ্ছা নেই।

বড়পর্দায় কাজ করবেন না?

হা হা হা। আপনার মতো অনেকেই এ প্রশ্নটা আমাকে কয়েকদিন ধরে করছে। আসলে বড়পর্দায় নামার মতো তেমন প্রস্তুতি এখন আমার নেই। বড়পর্দায় চলে গেলে ব্যাক করে আসাটা কঠিন হয়ে যাবে। আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়। বড়পর্দা আর নাটক এক না। আমি নাটক করছি, আপাতত এখানেই অনেক খুশি আছি।

সংসার গোছানোর ব্যাপারে কি ভাবছেন? 

হা হা হা। দোয়া করবেন খুব তাড়াতাড়ি সংসার গোছানোর ইচ্ছা আছে।

খুব তাড়াতাড়ি?

হা হা হা। না, খুব বেশি তাড়াতাড়ি না। সেভাবে কোনো পরিকল্পনা নেই। এই ব্যাপারট তো সৃষ্টিকর্তার হাতে। উনি আর আমার ফ্যামিলি যখন চাইবেন তখনই বিয়ে করে ফেলব।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে? 

ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। পহেলা বৈশাখ আর ঈদকে সামনে রেখে কিছু একক নাটকে কাজের কথা চলছে। পাশাপাশি নতুন ধারাবাহিকের কাজের ব্যাপারেও কথা চলছে। সবকিছু ফাইনাল হলে জানাব।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads