• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিনোদন

মাসুদ পথিকের ‘বক’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০১৮

গীতিকার, কবি ও নির্মাতা মাসুদ পথিক। ঘোষণা দিয়েছেন তার তৃতীয় চলচ্চিত্রের। ‘বক-দ্য সিনেমা’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করবেন আর্তুর রেঁবো ও জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে। গতকাল দুপুরে বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন তিনি।

কবিতা থেকে চলচ্চিত্র নির্মাণ কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কবি মানুষ। কবিতা থেকেই আমার চলচ্চিত্রের রসদ খুঁজে পাই। তাই ফরাসি কবি আর্তর রেঁবো ‘রক্ত ও মাংস’ এবং জীবনানন্দ দাশের ‘সে’ কবিতা অবলম্বনে তৃতীয় চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি।’

আগামী ২৮ এপ্রিল থেকে নরসিংদীর রায়পুরায় টানা শুটিং করবেন বলে জানান তিনি। এতে অভিনয় করবেন আসলাম শিহির, জুয়েল জুহুর, প্রাণ রায়, প্রিয়ন্তী, রুদ্র হক, কবি অসীম সাহা, ছড়াকার আসলাম সানী এবং কলকাতার ঊষশী চক্রবর্তী।

র’রিয়ালিজম তৎপরতা সম্পর্কে তিনি বলেন, ‘ইতালীয় রিয়ালিজম ধারার চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হয়ে বাংলায় এ ধারার চলচ্চিত্র নির্মাণ শুরু করেন সত্যজিৎ রায়। রিয়ালিজম বা বাস্তববাদী ধারার সঙ্গে আমি র’ অর্থাৎ মৌলিক যোগ করে মৌলিক-বাস্তবতা নামে একটি ধারা চালু করতে চাচ্ছি। আর তার সঙ্গে থাকছে পোয়েটিক বা কবিতা। এসব মিলিয়েই আমার পোয়েটিক র’রিয়ালিজম।’

কলকাতার ঊষশী চক্রবর্তীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দ্বিতীয় চলচ্চিত্রে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু কোনো এক কারণে সেটি হয়ে ওঠেনি। তবে এ চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খুব শিগগিরই কলকাতা যাচ্ছি, তার সঙ্গে চুক্তিপত্র চূড়ান্ত করে আসব।’

জাতীয় পুরস্কার প্রাপ্ত এ নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মাণ করেছিলেন এটি। সম্পাদনার টেবিলে রয়েছে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’। চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম এবং কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads