• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

গায়ক সুমন ও আনিলা

ফাইল ছবি

আনন্দ-বিনোদন

১০ বছর পর সুমন-আনিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৮

দশ বছর পর গানের জনপ্রিয় জুটি সুমন ও আনিলার দ্বৈত অ্যালবাম প্রকাশ পাচ্ছে। ২০০৭ সালে এ দু’জনের গাওয়া প্রথম দ্বৈত অ্যালবাম ‘এখন আমি’র ‘দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো’সহ বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয় হয়। তারপর ১০ বছর এ জুটির আর কোনো গান প্রকাশ পায়নি।

জানা যায়, অনেক দিন ধরেই এ জুটির দ্বিতীয় অ্যালবাম ‘সুমন-আনিলা-২’ প্রকাশের প্রস্তুতি চলছিল। মাঝখানে ‘বেজবাবা’খ্যাত সুমন অসুস্থ হয়ে পড়ায় অ্যালবামের কাজ পিছিয়ে যায়। অবশেষে আগামী ঈদে অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এ অ্যালবামের সমন্বয়ক সুমন।

অর্থহীন ব্যান্ডের কাণ্ডারি সুমন এ প্রসঙ্গে বলেন, ‘নানা কারণে আমরা অ্যালবামটি প্রকাশ করতে পারিনি। অনেকে মনে করেছিলেন, আর হয়তো সম্ভব নয়। কিন্তু অ্যালবামটি আসছে। আগামী রোজার ঈদে এটি শ্রোতারা পাবেন।’

দীর্ঘদিন ধরে অ্যালবামটি প্রকাশের কথা শোনা গেলেও তা হচ্ছিল না। নতুন খবরে শিল্পী আনিলাও ভীষণ খুশি। আনিলার সঙ্গে যোগাযোগ করা হলে সুমনের কাছ থেকে অ্যালবাম প্রকাশের খবর শুনেছেন বলে তিনি জানান। আনিলা বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের খবর যে শেষ পর্যন্ত অ্যালবামটি প্রকাশ হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। এ অ্যালবামে আমার ভালো লাগা কয়েকটা গান রয়েছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জানা গেছে, অ্যালবামে গান থাকছে ৮টি। বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন সুমন। এতে ফুয়াদ ও রাফার সঙ্গীতায়োজন থাকছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads