• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

একটি চলচ্চিত্র সারা জীবনের দলিল

  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

শুক্রবার মুক্তি পাচ্ছে জাকিয়া বারী মম অভিনীত চলচ্চিত্র ‘আলতা বানু’। অরুণ চৌধুরী পরিচালিত এ চলচ্চিত্রের আলতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া

‘আলতা বানু’ প্রসঙ্গে-

আলতা ও বানু নামে দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। আলতা চরিত্রে আমি অভিনয় করেছি। ছবিটির গল্প ও চরিত্র আলাদা মনে হয়েছে। গল্প পড়ে ভালো লেগেছে। তাই অভিনয়ে রাজি হয়েছি। ছবিটি এমন একটি ছবি যা দর্শক এক বসাতেই উপভোগ করবেন। সহজে বলতে গেলে, এটি একটি ভালো মানের গল্পের ছবি। বাংলাদেশের প্রেক্ষাপটের ছবি।

নতুন ছবি ‘মনফড়িং’ সম্পর্কে বলুন-

দর্শক এ ছবিতে নতুন এক মমকে দেখবেন। এটির গল্পও দারুণ। শুভর সঙ্গে আবারো জুটি বেঁধে অভিনয় করছি। গতবারের মতো দর্শকরা এবারো মুগ্ধ হবেন আশা করি।

বড়পর্দায় নিয়মিত নন কেন?

নাটক, টেলিছবি, চলচ্চিত্র যাই বলুন- কাহিনী, নির্মাণ এবং অভিনয় ভালো না হলে দর্শক তা মনে রাখেন না। চলচ্চিত্রে বেশি কাজ করলেই দর্শক আমাকে মনে রাখবেন- এ কথা বিশ্বাস করি না। সংখ্যা নয়, দর্শক মনে রাখেন ভালো কাজের কথা। এজন্য আমি চাই, যে ধরনের ছবির গল্প দর্শকের মনে দাগ কাটবে, তেমন কিছু ছবিতে অভিনয় করতে। সাফল্য পেয়েছি তাই সাফল্য ধরে রাখার জন্য কম কাজ করছি। ভালো ছবির জন্য অপেক্ষায় থাকতেও আমার আপত্তি নেই।

বড়পর্দায় ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?

বড়পর্দায় আমি নিয়মিত কাজ করতে চাই। তবে তার মানে অনেক ছবি করব এমনটা নয়। কারণ একটি চলচ্চিত্র সারা জীবনের দলিল। তাই এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে চাই না যেগুলো দর্শকরা দেখবেন না। কাজের পরিমাণের চেয়ে কাজের মানের দিকে আমি সব সময় নজর দিই।

ধারাবাহিকে আপনার উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে-

বরাবরই আমি একক নাটক ও টেলিছবিতে কাজ করে আসছি। ধারাবাহিক নাটক তো ধারাবাহিকতাই ধরে রাখতে পারছে না। কাহিনীর শাখা-প্রশাখা শুধু বাড়ে, কোনো পরিণতির দিকে যায় না। বেশিরভাগ নাটকের একই অবস্থা। নাটকে অভিনয় করে যদি জানতেই না পারি এর কাহিনী কোন দিকে মোড় নেবে, তাহলে বুঝব কেমন করে তা দর্শকের ভালো লাগবে কি না। সে কারণে দীর্ঘ ধারাবাহিকের পরিবর্তে একক নাটক ও টেলিছবিতে বেশি কাজ করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads