• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

যশোরে চলছে লোকসংস্কৃতির অষ্টম আসর

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

‘ফিরে চলো মাটির টানে’ এ স্লোগান নিয়ে যশোরে চলছে লোকসংস্কৃতি উৎসবের অষ্টম আসর। দেশের বিভিন্ন পর্যায়ের লোকসংস্কৃতি ভাবধারার শিল্পীরা এ উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন। শিল্পীদের সুর মূর্ছনায় অভিভূত যশোরবাসী। আর বরাবরের মতো এ উৎসবের আয়োজক উদীচী যশোর সংসদ। শনিবার ছিল তিন দিনের উৎসবের দ্বিতীয় দিন। শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে মঙ্গলপ্রদীপ জ্বেলে এর উদ্বোধন করেন প্রবীণ বাউল শিল্পী দিদার শাহ। এরপর গভীর রাত অবধি চলে মন মাতানো সব লোকসঙ্গীত।  

বাংলার লোক সমাজের ইতিহাস অতি প্রাচীন, বৈচিত্র্যময় এবং ব্যাপক। দীর্ঘকাল থেকে গড়ে ওঠা লোক সম্প্রদায়ের সামাজিক আচার-আচরণ ও বিশ্বাস, যাপিত জীবন, আনন্দ-উৎসব বাংলার মানুষের প্রকৃত পরিচয় বহন করে। বাঙালির সেই নিজস্ব শেকড় আর ঐতিহ্যের অনুসন্ধান ব্যাপৃত করতে যশোরে তিন দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে।

নতুন বাংলা বছরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধের দীক্ষায় মনুষ্যত্বকে রাঙিয়ে উৎসবে গত দুই দিনে উদীচীর নির্বাচিত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি লালন, হাসন, রাধারমণ, শাহ আবদুল করিম, দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, বিজয় সরকারের গান পরিবেশন করেন বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীরা। যাদের কণ্ঠের জাদুতে যশোরবাসী বাঙালির মাটির সুরের স্বাদ পায়। যে সুর মানবসেবার ব্রত পালনে উদ্বুদ্ধ করে। ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে একই সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে অনুপ্রেরণা দেয়।

আজ রোববার উৎসবের সমাপনী। সন্ধ্যায় টাউন হল মাঠের একই মঞ্চে চলবে দেশের বিভিন্ন প্রান্তের লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads