• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

‘ক্লাসলেস মোখলেস’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

বাংলাদেশের জাতীয় পোশাক লুঙ্গি। পুরান ঢাকায় এর ব্যবহার বেশি লক্ষণীয়। এখানে লুঙ্গি পরিধানে হূদয় মিশে থাকে। প্রেম কিংবা ব্যবসা- জীবনযাপনের অনিবার্য পুরুষ পরিধান লুঙ্গি। মোখলেসও লুঙ্গি পরতে ভালোবাসে। বন্ধুদের সঙ্গে লুঙ্গি। পাখির সঙ্গে দেখা করতে গেলেও লুঙ্গি। লুঙ্গির রঙ কখনো সাদা, কখনো লাল, ক্রিম, আবার কখনো মেজেন্টা। পাখি মোখলেসের পাড়ার মেয়ে। মোখলেস পাখিকে ভালোবাসে, কিন্তু সে বলতে পারে না। মোখলেসকে প্রায়ই বলে আপনি কি ক্লাসলেস নাকি? কাজ করেন না? শুধু লুঙ্গি পরে ঘুরে বেড়ান! এই মোখলেসের প্রতি পাখির ভালোবাসা আদায়ে মোখলেসের বন্ধুরা নাটক সাজায়।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ক্লাসলেস মোখলেস’। মোখলেস চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার বিপরীতে পাখি চরিত্রে রয়েছেন অপর্ণা ঘোষ। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। রাজধানীর লক্ষ্মীবাজারে শুটিং হয়েছে নাটকটির।

নাটকটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘নাটকের গল্পটি খুব মজার। আর লুঙ্গি পরে পুরো নাটকে অভিনয় দারুণ অভিজ্ঞতা হয়েই থাকবে। এটা আমাদের জাতীয় পোশাক এবং কেন, তা কাজ করতে গিয়ে টের পেয়েছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads