• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

সোচ্চার চলচ্চিত্র পরিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেলেঙ্কারি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘জালিয়াতির’ বিরুদ্ধে সোচ্চার হয়েছে এফডিসির ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। তারা জাজ মাল্টিমিডিয়ার উপযুক্ত শাস্তির দাবি করেছে। শনিবার বিএফডিসির পরিচালক সমিতি কার্যালয়ে এক বৈঠকে চলচ্চিত্র পরিবারের নেতারা মিলিত হন। সেখানেই এমন দাবি করেন তারা।

বৈঠকে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল, হাবিবসহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের দাবির কথা জানান চলচ্চিত্র পরিবারের নেতারা।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-তে নৃত্য পরিচালক হিসেবে হাবিবের নাম ঘোষণা হয়। তাকে ‘নিয়তি’ ছবির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু হাবিব নিজেই জানান, ওই ছবিতে নৃত্য পরিচালক হিসেবে তিনি কাজ করেননি। তখন থেকেই চলচ্চিত্র পরিবার দাবি করে আসছে, জাজ মাল্টিমিডিয়া জালিয়াতির মাধ্যমে ছবিতে হাবিবের নাম অন্তর্ভুক্ত করেছে। তাদের দাবি, ভারতীয় আর্টিস্টদের ওয়ার্ক পারমিট ছাড়াই এ দেশে এনে কাজ করার সুযোগ দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সেই সুযোগে ‘নিয়তি’ ছবির নৃত্য পরিচালক হিসেবে কাজ করে গেছেন জয়েশ প্রধান। এটা ঢাকতেই ছবিতে কোরিওগ্রাফার হিসেবে হাবিবের নাম অন্তর্ভুক্ত করা হয়।

চলচ্চিত্র পরিবারের দাবি, নিজের কাজ দিয়েই হাবিব দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি পেতে চান। তাহলেই তিনি খুশি। বক্তারা অভিযোগ করেন, হাবিবকে এখনো ওই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে নানা প্রলোভন দেখানো হচ্ছে।

চলচ্চিত্র পুরস্কার নিয়ে জালিয়াতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চলচ্চিত্র পরিবার। এ প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক বলেন, একটা দেশের সর্বোচ্চ পুরস্কার হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একটা ছেলে জানেই না তবুও নৃত্য পরিচালক হিসেবে তার নাম দেওয়া হয়েছে। এখানে ভারতীয় নৃত্য পরিচালক দিয়ে কাজ করিয়ে হাবিবের নাম দেওয়া হয়েছে। কারণ ভারতীয় কাউকে দিয়ে কাজ করলে ওয়ার্ক পারমিট থাকতে হয়। সে কারণেই এমন জালিয়াতি করা হয়েছে। আর এই ধরনের জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বৈঠকে দ্রুত সিনেমা হলগুলোতে সরকারিভাবে প্রজেকশন মেশিন বসানোরও দাবি জানানো হয়। এ সময় চিত্রনায়ক ফারুক বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত আমাদের সিনেমা হলগুলোতে প্রজেকশন মেশিন বসানোর জন্য। আমরা কোনো ব্যক্তি মালিকানার নিয়ন্ত্রণে থাকতে চাই না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads