• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

ইমনের ‘সিনেমা হল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

সিনেমা হল। নামটা শুনলেই অনেকগুলো চরিত্র চোখের সামনে ভেসে ওঠে। লাইটম্যান, গেটম্যান, টিকেট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার-পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার, বাদামওয়ালা, এমনকি কালোবাজারিসহ নানা পেশার, নানা শ্রেণির মানুষ।

এসব মানুষের চরিত্রগুলোকে নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক ‘সিনেমা হল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন।

ইমন জানান, ‘সত্তর বা আশির দশকের সিনেমা হল, সুপারহিট ছবির রমরমা অবস্থা, হলের কর্মচারীদের মনে সুখ ইত্যাদি তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে। পাশাপাশি হলগুলোর বর্তমান অবস্থাও উঠে এসেছে। নাটকের গল্প সিনেমা হলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। হল থেকে চলে আসবে এফডিসিতে।’

ধারাবাহিক এ নাটকটিতে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, শর্মিলী আহমেদ, চিত্রলেখা গুহ, নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য প্রমুখ। আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads