• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

জাজের ইউটিউব চ্যানেল বাতিল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’। সম্প্রতি বাতিল হয়ে গেছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গত শনিবার থেকে চ্যানেলটি দেখা যাচ্ছে না।

‘স্প্যাম, প্রতারণামূলক আচরণ আর ভুল দিকে পরিচালিত করে এমন কনটেন্টের বিরুদ্ধে থাকা ইউটিউবের এক বা একাধিক নীতি বা অন্যান্য শর্ত লঙ্ঘনের দায়ে এই অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে’— এমন বার্তা দেখাচ্ছে চ্যানেলটিতে প্রবেশ করতে গেলে।

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা টেকনিক্যাল ব্যাপার। আমাদের টেকনিক্যাল টিম এটা নিয়ে কাজ করছে। নির্দিষ্ট কোনো ভিডিওর কারণে চ্যানেলটি বাতিল হয়েছে সেটা আমার জানা নেই।

প্রায় বছর দুই আগেও বাতিল হয়েছিল জাজের চ্যানেল। সেবার কপিরাইট সংক্রান্ত ঝামেলার কারণে বন্ধ হয়েছিল চ্যালেনটি।

জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার জনসংযোগ কর্মকর্তা জানান, এবার ইউটিউব কমিউনিটি গাইড লঙ্ঘনের জন্য বাতিল হয়েছে তাদের চ্যানেল। ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আগামী দুই বা তিন কর্মদিবসের মধ্যে চ্যানেলটি ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads