• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

চরিত্রের সঙ্গে নিজেকে বদলাতে হয়

  • প্রকাশিত ০১ মে ২০১৮

আনিসুর রহমান মিলন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘পাপ কাহিনী’ চলচ্চিত্রে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া

‘পাপ কাহিনী’ প্রসঙ্গে-

ছবির গল্পটি জনপ্রিয় দুই সেলিব্রেটি বোনকে কেন্দ্র করে। গল্পে অনেক রহস্য রয়েছে। সেই রহস্য উন্মোচনের দায়িত্ব আসে আমার কাঁধে। ছবিতে ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে।

দুই পর্দাতেই সমানভাবে অভিনয় করছেন। পার্থক্যটা কেমন-

পার্থক্য হচ্ছে ছোট আর বড়। এর বেশি কিছু দেখি না। তবে পারফরম্যান্সের ধরন দুইক্ষেত্রে ভিন্ন। ফিল্মের প্লাটফর্ম বড়। ঠিকঠাকমতো গল্প না বলা গেলে সে ক্ষেত্রে কিছু হয় না। টেলিভিশনে আপনি ভালো গল্প তৈরি করতে পারেননি। দর্শক আপনাকে খুঁজে পাবে না। ‘দেহরক্ষী’ ছবিটির সময় বিভিন্ন চ্যানেলে আমার বারোটা ধারাবাহিক চলছিল। তারপরেও এ ছবিতে আমার অভিনয় দর্শক আলাদাভাবে নিয়েছেন। কারণ, অভিনয়ে ভিন্নতা ছিল। ফিল্মের ক্যানভাস আসলে বড়।

অভিনয়ের ভিন্নতা-

আমি একসময় মঞ্চে নিয়মিত কাজ করতাম। টিভি নাটকে কিন্তু মঞ্চের সেই অভিনয়টা চলত না। টেলিভিশন হলো ক্লোজ মিডিয়া এবং ইরেজ মিডিয়া। প্রতিনিয়ত বদলায়। তাই টিভি মিডিয়ায় নিজের অভিনীত চরিত্রের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলাতে হয়েছে। আবার যখন বড়পর্দায় অভিনয় শুরু করলাম তখনো কিন্তু নিজেকে ভেঙেছি।

শিডিউল মেলাতে সমস্যা হয় না?

দুইপর্দায় একসঙ্গে কাজ করার কারণে একটু ঝামেলায় পড়তে হয়। তবে এই ব্যাপারটা আসলে নিজের কাছে। আমি অন্যভাবে ভাবি। কিন্তু তবুও চেষ্টা তো করতে হবে। চলচ্চিত্রের শুটিংয়ের সময় বড় শিডিউল থাকে। আর নাটকে ছোট। মাসের ২০ দিন ফিল্ম আর ১০ দিন নাটকের জন্য রাখি।

মুক্তির অপেক্ষায় কী আছে?

পাঁচটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিগুলো হচ্ছে ‘সাদাকালো প্রেম’, ‘রাত্রির যাত্রী’, ‘নাইওর’, ‘টার্গেট’ ও ‘স্বপ্নবাড়ি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads