• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

শামীমা আক্তার অরনীর অভিযোগ

দোলন দে’র সঙ্গে আসিফের সম্পর্ক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মে ২০১৮

স্বামী কাজী আসিফ রহমান পরকীয়া করছেন মডেল-অভিনেত্রী দোলন দে’র সঙ্গে এমন অভিযোগ তুলেছেন আসিফের স্ত্রী শামীমা আক্তার অরনী। গতকাল বাংলাদেশের খবরের কাছে এমনটাই দাবি করেন তিনি।

অরনী বলেন, ‘এর আগেও একাধিক মেয়ের সঙ্গে আমার স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর জেনেছি। হাতেনাতে ধরেছিও। আসিফ প্রতিবারই বলেছে ভালো হয়ে যাবে। কিন্তু সে ভালো হয়নি। সবশেষ জানতে পারলাম দোলন দে নামে এক মডেল-অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক চলছে।’

তিনি জানান, সর্বশেষ মালয়েশিয়ায় শুটিংয়ের জন্য গিয়ে দোলন দে এবং আসিফ একই সঙ্গে থেকেছেন। হোটেলে একই কক্ষে রাত কাটিয়েছেন।

২০১৪ সালে ফেসবুকে পরিচয়ের পরের বছর ৭ আগস্ট আসিফ-অরনী বিয়ে করেন। বিয়ের তিন মাস পরই আরেক মডেল রিভা খান মৌয়ের সঙ্গে আসিফের বিবাহ-বহির্ভূত সম্পর্ক জানতে পারেন অরনী। সে সময় আসিফ সম্পর্কের ব্যাপারটি স্বীকারও করে বলে অরনী জানান।

অরনী বলেন, ‘আসিফকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাকে এসব অনৈতিক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেছি সব সময়। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। উল্টো আমার কাছ থেকে বিভিন্ন প্রয়োজেন লাখ লাখ টাকা নিয়েছে। বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকে সরে আসার কথা বলায় বিভিন্ন সময় আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।’

মডেল-অভিনেতা আসিফের নারীপ্রীতির দৃষ্টান্ত দিতে গিয়ে অরনী বলেন, ‘গত ঈদের সময়ও আমার খালা আসিফের বাসায় অচেনা নারীসহ হাতেনাতে ধরেছেন। তখনো তাকে সাবধান করে দেওয়া হয়েছিল। কিন্তু আসিফ কারো নিষেধই শোনেনি।’

কানাডাপ্রবাসী অরনী শেষবার দেশে ফেরেন ৩ জানুয়ারি। তখন থেকেই আসিফের সঙ্গে তার সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে যায়। দোলনের ব্যাপারে জানতে পেরে আসিফকে এ পথ থেকে ফিরে আসতে আহ্বান জানান তিনি। আসিফ তার কথা না শোনায় আইনের আশ্রয় নেন অরনী। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন অরনী। ২৩ এপ্রিল গ্রেফতার হন আসিফ।

স্ত্রীর সঙ্গে এমন আচরণ আর করবেন না— এই শর্তে ২৫ এপ্রিল আদালত আসিফকে জামিন দেন। জামিন পাওয়ার আগেই ২৩ এপ্রিল স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান আসিফ। তার পাঠানো নোটিশটি ২৫ এপ্রিল হাতে পান অরনী।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে গিয়ে অরনী বলেন, ‘আমি এখনো চাই আসিফ ভালো হয়ে সংসারে ফিরে আসুক। আগামী ৬ মে আদালতে হাজির হওয়ার কথা আছে আমাদের। ওই দিনের পর সিদ্ধান্ত নেব করণীয় সম্পর্কে।’

এ ব্যাপারে কথা বলতে কাজী আসিফ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। মডেল-অভিনেত্রী দোলন দে’কে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। তার ফোনে টেক্সট পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads