• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

প্রয়াত নায়করাজ রাজ্জাক

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

নায়করাজ রাজ্জাক আজীবন সম্মাননা আলমগীরকে

  • ঈশিকা অথৈ, কলকাতা
  • প্রকাশিত ০৩ মে ২০১৮

‘প্রয়াত নায়করাজ রাজ্জাকের নামাঙ্কিত পুরস্কারটি আমি কলকাতা থেকে নিয়ে যাচ্ছি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশীর্বাদ হিসেবে।’ কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া প্রয়াত নায়করাজ রাজ্জাক আজীবন সম্মাননা পেয়ে এভবেই মঞ্চে উপবিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন অভিনেতা আলমগীর হোসেন।

এর একটু আগে মঞ্চে মানপত্র পড়ে শোনান বাংলাদেশের মডেল তারকা ইশরাত পায়েল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস হাসানের হাত থেকে আলমগীর পুরস্কার গ্রহণ করেন।

সম্মাননা পেয়ে আলমগীর বলেন, এটা আমার জন্য সৌভাগ্যের। এক মঞ্চে আমার শ্রদ্ধাভাজন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও দেওয়া হলো হীরালাল সেন আজীবন সম্মাননা। আর আমি পেলাম রাজ্জাক সাহেবের নামের আজীবন সম্মাননা।

অনুষ্ঠানটি ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন এবং এর সঙ্গে দুই বাংলার গুণী চলচ্চিত্র সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান- এই দুই ভাগে বিভক্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক বিপ্লব চক্রবর্তী, তপন রায়, শতরূপা স্যান্নাল প্রমুখ।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনপর্ব বেশি দীর্ঘ ছিল না। কারণ দর্শক সারিতে আজীবন সম্মাননা দেওয়ার জন্য প্রতীক্ষায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী দত্ত, কৌশিক সেন, ক্ষুদে অভিনেতা ঋৃদ্ধি সেনের মতো তারকারা। তাই দ্রুত প্রথম পর্বের অনুষ্ঠান শেষে ডাকা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে হীরালাল সেন আজীবন সম্মাননা নেওয়ার জন্য। অভিনেতা প্রসেনজিৎ ও রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে সম্মাননা পেয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, হীরালাল সেনের মতো একজন মহান ব্যক্তির নামের এই সম্মাননা আমায় আরো কৃতজ্ঞ করল। আমি অভিভূত এবং আনন্দিত।

আলমগীর ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক ড. সোমা এ চ্যার্টাজি এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান ভেঙ্কাটেশ মুভিজ।

তবে সবারই দৃষ্টি ছিল আলমগীরের দিকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আলমগীর হোসেন এমন একজন অভিনেতা, যার অভিয়ন জীবন প্রায় পঞ্চাশ বছরের। বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতাকে আরেক কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের নামের আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ায় আমরা সবাই গর্বিত। 

সংস্থার মুখপত্র শতরূপা সান্যাল জানান, আগামীতে নায়করাজ রাজ্জাকের নামাঙ্কিত এই আজীবন সম্মাননা পশ্চিমবঙ্গের অভিনেতা-অভিনেত্রীরাও পাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads