• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

মহিলা সমিতিতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

মহিলা সমিতিতে মঞ্চায়ন হবে নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। আজ সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন করবে নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটির নবম প্রযোজনা এ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

গল্পে দেখা যাবে, বন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে বেড়াতে যায় অথই। কুঠিবাড়ী দেখতে দেখতে একসময় অথই একাই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ অথইয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি অথইকে কুঠিবাড়ী ঘুরিয়ে দেখার আহ্বান জানান। অথই ভুলে যায় তার বন্ধুসহ পৃথিবীর সবকিছু। সে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে থাকে। অথইয়ের সামনে পর পর হাজির হয়— ২১ বছর, ২৯ বছর, ৬৯ বছর ও ৮০ বছরের রবীন্দ্রনাথ। এই চার বছরের রবীন্দ্রনাথের সঙ্গে অথইয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তার সৃজনশীলতা নিয়ে।

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন— নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লবসহ আরো অনেকে। নাটকটির পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু। আলোক পরিকল্পনায় থাকছেন তৌফিক রবিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads