• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

অনুমতির আগেই শুটিং

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

সরষের মধ্যে ভূত নাকি নিমতলায় ভূত? প্রশ্নটা ঘুরপাক খায় সাধারণ মানুষের মনে। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, ভূত রয়েছে জাজ মাল্টিমিডিয়ার মধ্যে। বেশ কয়েক মাস ধরে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এমন ধারণা জন্মেছে চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকের মনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে জল পরিষ্কার না হতেই আবার জল ঘোলা করে ফেলল জাজ মাল্টিমিডিয়া।

ছবির শুটিংয়ের অনুমতির আগেই ছবির পুরো গান ইউটিউবে প্রকাশ করেছে জাজ। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিৎস ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এ ছবির ব্যাপারে যৌথ প্রযোজনার নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ‘মাশাআল্লাহ’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে জাজের ইউটিউব চ্যানেলে। ১ মে গানটি প্রকাশ করেছে তারা। ভিডিও ডেসক্রিপশন থেকে জানা যায়, গানটি ‘সুলতান-দ্যা সেভিওর’ ছবির। কিন্তু প্রশ্ন উঠেছে, যে ছবি শুটিংয়ের অনুমতি পায়নি, সে ছবির গান কী করে প্রকাশ পেল?

জানা গেছে, ২৪ এপ্রিল যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের জন্য প্রিভিউ কমিটির কাছে আবেদন করে জাজ মাল্টিমিডিয়া। প্রিভিউ কমিটি সে আবেদন গ্রহণ করে; কিন্তু এখনো শুটিংয়ের অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার বাংলাদেশের খবরকে বলেন, ‘আমার জানামতে এটা নিয়মের মধ্যে পড়ে না। তারপরেও তারা কীভাবে করছেন, সেটা আমার জানা নেই। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।’

প্রিভিউ কমিটির আরেক সদস্য মিশা সওদাগর বলেন, ‘ছবিটির কপিরাইট নিয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা ছিল না। আমরা আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি এখন মন্ত্রণালয়ে আছে।’

গান প্রকাশ করার আগে এটির একটি টিজারও প্রকাশ করেছে জাজ। ২৪ এপ্রিল ছবি নির্মাণের আবেদন গ্রহণ হয়। তার দুদিন পর শুটিংয়ের অনুমতি দেওয়ার কথা। কিন্তু অনুমতি দেওয়ার আগেই ২৫ এপ্রিল গানটির টিজার প্রকাশ করে জাজ। কীভাবে সম্ভব? এমন প্রশ্নই চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে। আগে থেকে শুটিং করা না হলে এটি সম্ভব নয়— এমন উত্তরও দিচ্ছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শনিবার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘রোববার এটি নিয়ে আমরা অফিসিয়ালি সব জানিয়ে দেব। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’ এখন পর্যন্ত শুটিংয়ের অনুমতি পেয়েছেন কি না— উত্তরে তিনি বলেন, ‘রোববারই সব জানতে পারবেন।’

গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত তেমন কিছুই জানাতে পারেননি আবদুল আজিজ। রোববার দুপুরে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসেনি এখনো। অনুমোদন হয়ে এলে পরে শুটিংয়ের অনুমতি আমরা দেব।’ কতদিনের মধ্যে অনুমোদন আসতে পারে জানতে চাইলে তিনি জানান, সেটা মন্ত্রণালয়ের বিষয়।

শুটিংয়ের অনুমতির আগে গান প্রকাশ অবৈধ হবে কি না জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কাছে এ ব্যাপারে কোনো ডকুমেন্টস আছে?’ প্রতিবেদক ডকুমেন্টসের কথা বললে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিতভাবে জানায়নি। কেউ লিখিত দিলে, বিধিগতভাবে আমরা ব্যবস্থা নেব।’

‘সুলতান-দ্যা সেভিওর’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের মিম। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। ‘মাশাআল্লাহ’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাজা চন্দ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন দেভ ন্যাগি ও আকৃতি কক্কর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads