• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

নাটকে তাড়াহুড়োটাই বেশি

  • প্রকাশিত ১০ মে ২০১৮

মোজেজা আশরাফ মোনালিসা। দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। দেশে ফেরা ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন হাসান সাইদুল

 

একেবারেই চলে এসেছেন?

না। এবার ঈদ করব দেশে। তিন মাস থাকব ভেবে এসেছি। পরিবারকে সময় দেব। কিছু কাছের মানুষ আছে, তাদের কিছু কাজ করার ইচ্ছে আছে। অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কথাবার্তা চলছে।

প্রবাসে সময় কাটে কীভাবে?

আসলে দেশের বাইরে সবাই ব্যস্ত সময় পার করেন। দেশে থাকতে আমি যেমন ব্যস্ত ছিলাম আমেরিকায়ও ব্যস্ত থাকি। কাজের বাইরে নিজেকে সময় দেই। সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। অভিনেত্রী রিচি আপু, রোমানা আপুর সঙ্গে দেখা হয়। আমরা আড্ডা দেই। ঘুরতে যাই বিভিন্ন জায়গায়।

বিরতির পর অভিনয়ে ফিরেছেন, কোনো সমস্যা হচ্ছে?

অভিনয় আমার রক্তের সঙ্গে মিশে আছে। কখনো সমস্যা হয়নি। আমি যেহেতু আর্টিস্ট, তাই মাঝেমধ্যে মনে হয় বুড়ো হলেও আমি অভিনয় করতে পারব। কিছু টেকনিক্যাল বিষয়ে পরিবর্তন দেখতে পাই। তবে সেটা ম্যানেজ করে নেওয়া যায়।

বর্তমানে একক নাটক কেমন হচ্ছে?

আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তাড়াহুড়োটা বেশি। নাটকে বাজেটেরও সমস্যা রয়েছে। ভালো নাটকও হচ্ছে। তবে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীদের আরো যত্নবান হতে হবে। আগে চিত্রনাট্য বাসায় পাঠানো হতো, এখন চিত্রনাট্যের সারমর্ম বলা হয়। অভিনয় শুরু করার আগে প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় ছিল। এখন সেটা দেখতে পাই না। এর মধ্যেই সবাই কাজ করছেন।

আর ধারাবাহিক নাটকগুলো?

বেশিরভাগ সময় ধারাবাহিক নাটকগুলোয় ধারাবাহিকতা থাকে না। একটু বিষণ্নতা কাজ করে। এখানে পরিচালক এবং চ্যানেলগুলোর একটা দায়বদ্ধতা আছে। সময় নিয়ে কাজ করলে যেকোনো কাজই সুন্দর হয়। সময় নিয়ে কাজ করতে হবে। মনোযোগী হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads