• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ মে ২০১৮

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘হালদা’। তৌকীর আহমেদ পরিচালিত এ ছবিটি মূল প্রতিযোগিতার ফিচার বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। ২২ থেকে ২৭ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হবে এবারের সার্ক উৎসব। ছয় দিনব্যাপী এ উৎসবে তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র।

এবারের আসরে বাংলাদেশের ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘হালদা’ ছাড়াও থাকছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। উৎসবে মাস্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’।

সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদ পরিচালত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার অর্জন করেছিল। তৌকীর আহমেদ বলেন, ‘এবারের উৎসবে আমার ছবি যাচ্ছে। খুব ভালো লাগছে শুনে। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে।’

সম্প্রতি তৌকীর আহমেদ চিত্রায়ণ শেষ করেছেন ‘ফাগুন হাওয়া’ নামের একটি চলচ্চিত্রের। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন সিয়াম, নুসরাত ইমরোজ তিশা, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads