• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আমার দায়িত্ব বেড়ে গেছে

লাক্স সুপারস্টার-২০১৮ চ্যাম্পিয়ন মিম মানতাসা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

আমার দায়িত্ব বেড়ে গেছে

  • আল কাছির
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

‘জার্নিটা অনেক ভালো ছিল। অনেক চ্যালেঞ্জিং ছিল। সবাই আমাকে বলত— তুমি শোবিজে ভালো করতে পারবে। মডেলিং আর অভিনয় করার ইচ্ছা আমার মধ্যেও ছিল। সব মিলিয়ে মনে হলো তার জন্য একটা প্লাটফর্ম দরকার। আমি মনে করেছিলাম লাক্স সুপারস্টার একটা প্লাটফর্ম, যেখানে আমি নিজেকে তুলে ধরতে পারব। সেই ভাবনা থেকে এ অনুষ্ঠানে যোগ দেওয়া।’ ফাইন আর্টস থেকে পারফর্মিং আর্টসে আসার গল্পটা জানতে চাইলে এমনটাই জানান লাক্স সুপারস্টার-২০১৮ চ্যাম্পিয়ন মিম মানতাসা।

পাবনা শহরের মেয়ে মিম মানতাসা। চার ভাই-বোনের মধ্যে তিন নম্বর তিনি। বাবা সরকারি চাকরিজীবী। মানতাসা পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে শেষ বর্ষে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে পাবনা থেকে ঢাকামুখী হন ভবিষৎ গড়ার স্বপ্ন নিয়ে। সে স্বপ্নের পথে একধাপ এগিয়ে গেলেন তিনি। বলেন, ‘লাক্সে মূলত দেখতে এসেছিলাম যে আমি কী কী পারি। নিজেকে কতদূর নিয়ে যেতে পারি। দেখতে এসে, এভাবে চ্যাম্পিয়ন হয়ে যাব সেটা কখনো ভাবিনি।’

চ্যাম্পিয়ন হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি। আমার পরিবারের প্রত্যাশা বেড়ে গেছে। এখন মনে হচ্ছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করাই আমার প্রধান টার্গেট। যারা আমার থেকে ভালো কিছু প্রত্যাশা করেন তাদেরও ভালো কাজ উপহার দিতে চাই।’

লাক্সে আসার আগে নাচ বা অভিনয় কিছুই জানতেন না মানতাসা। লাক্সের গ্রুমিং সেশন থেকে অনেক কিছু শিখেছেন তিনি। ভবিষ্যতে আরো শিখতে চান বলে জানান এ সুপারস্টার। বলেন, ‘আপাতত ছোটপর্দা দিয়ে কাজ শুরু করতে চাই। অভিনয় স্কিল আরো বাড়াতে চাই। শিখতে চাই।’

নিজে সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে এলেও এর আগে দেশি বা বিদেশি কোনো সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান তিনি দেখেননি। জানতে চাইলে বলেন, ‘আসলে লাক্সে আসার আগে আমি পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আর সুযোগ পেলে মুভি দেখতাম। ব্যক্তিগত কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তাই টিভির সামনে খুব বেশি একটা বসা হতো না।’

মানতাসার অবসর কাটে গান শুনে, মুভি দেখে। মুডের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের গান শুনে থাকেন তিনি। তার প্রিয় রং সাদা-কালো। অনেক ভালোবাসেন মাকে। পছন্দের খাবার চাইনিজ আইটেম। ছবি আঁকা তার শখ। সুযোগ পেলেই রং-তুলি-ক্যানভাস নিয়ে বসে যান। পরিবারকে সময় দিতে পছন্দ করেন মানতাসা। নিজের বাসাটাকেই প্রিয় জায়গা হিসেবে তালিকায় রেখেছেন তিনি। ঘুরতে যাওয়ার জন্য ফ্রান্স শহর তালিকার শীর্ষে। সুযোগ করে ঘুরতে যেতে চান। পাশাপাশি শোবিজে ভালো কাজ উপহার দিতে চান তিনি। কাজ দিয়ে জায়গা করে নিতে চান দর্শকের মনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads