• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

বিদেশি চ্যানেলের ওপর কর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

প্রতি বছর প্রায় ২৪ হাজার কোটি টাকা আদায় হয় বাংলাদেশের প্রায় পাঁচ কোটি টিভি গ্রাহকের কাছ থেকে। সেটার সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় হওয়ার কথা প্রায় ৩ হাজার ৬০০ কোটির টাকা। এর বড় একটি অংশ বিদেশি চ্যানেলগুলো থেকে আসার কথা। কিন্তু যথাযথ তদারকির অভাবে এ টাকা ঠিকমতো আদায় হচ্ছে না।

এবার সে উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। কর আরোপ করা হতে পারে বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি চ্যানেলের ওপর। সম্প্রতি অনুষ্ঠিত আগামী অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তার ইঙ্গিত পাওয়া গেছে। ২০১৮-১৯ অর্থবছরে এ প্রস্তাব বাস্তবায়ন হলে কর গুনতে হবে দেশে প্রচারিত বিদেশি চ্যানেলগুলোকে। এর আগে, টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) প্রস্তাব করেছিল বিদেশি চ্যানেলের ওপর কর আরোপ করার। সম্প্রতি এ প্রস্তাবের ব্যাপারে তথ্য সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

বিদেশি চ্যানেলগুলোকে করের আওতায় আনা হলে বিদেশি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপন থেকেও মূসক আদায় সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে, এ প্রস্তাব পাস করার আগে বিদেশে বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করতে কী পরিমাণ ফি, কর এবং ভ্যাট দিতে হয় সেটা জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশে বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করতে কী পরিমাণ খরচ হয় সেটা জানার পর বাংলাদেশে প্রচারিত বিদেশি চ্যানেলের ওপর ফি নির্ধারণ এবং কর ও ভ্যাট বসানো হবে। পাশাপাশি বিদেশি চ্যানেলে বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ ও কর আরোপ করা হবে। আর এ বিষয়টি নজরদারি করবে এনবিআর।

এর আগে, এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পষ্ট করে বলেছিলেন, বিদেশি চ্যানেল বিশেষ করে ভারতীয় টিভি চ্যানেলের ওপর কর বসানো হবে। এবার দেখার পালা বাস্তবে প্রস্তাবটি কবে নাগাদ বাস্তবায়ন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads