• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পোশাকশ্রমিকদের ‘সেলাই জীবন’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’-এর একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

পোশাকশ্রমিকদের ‘সেলাই জীবন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

পোশাকশ্রমিকদের নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। ‘শরীরবৃত্তীয়’ শিরোনামে একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এটি। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চিত্রায়ণ হয়েছে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির।

পরিচালক জানান, আমাদের জাতীয় আয়ের বড় একটি অংশ আসে পোশাক খাত থেকে। যাদের শ্রমে এই আয়, তাদের জীবন কিন্তু স্বাভাবিকভাবে চলে না। ঈদের সময় বেতন-ভাতার জন্য আন্দোলন করতে হয় তাদের। আবার বিভিন্ন গার্মেন্টে অধিকাংশ শ্রমিক কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক দিক বিবেচনা করে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ। শিগগিরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা জানান নির্মাতা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads