• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তাজিন আপা স্বতঃস্ফূর্ত মানুষ ছিলেন

তাজিন আহমেদকে নিয়ে তনিমা হামিদের স্মৃতিচারণ

পুরোনো ছবি

আনন্দ বিনোদন

স্মৃতিচারণ

তাজিন আপা স্বতঃস্ফূর্ত মানুষ ছিলেন

  • তনিমা হামিদ
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

গতকালের পর থেকে আমি খুব আপসেট। প্রিয় তাজিন আপা আমাদের মাঝে নেই। ভাবতেই কষ্ট হচ্ছে। তাজিন আপার সঙ্গে আমার প্রথম কাজ ছিল উত্তম গুহ পরিচালিত একটি নাটকে। শুটিংয়ের প্রথম দিকে আপার সঙ্গে খুব একটা কথা হতো না। শেষ দিনে আপা আমাকে একটি কথা বলেছিল। সে কথাটি সব সময় আমার মনে পড়ে। বিশেষ করে আজকের দিনে খুব বেশি মনে পড়ছে। ‘তনিমা, তোমার সম্পর্কে সবাই বলত তুমি খুব অহঙ্কারী। তুমি নাক উঁচু ধরনের মেয়ে। সবার সঙ্গে তুমি মিশো না, কথা বলো না। কিন্তু আমি তোমার সঙ্গে কাজ করে দেখলাম তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। তোমার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে।’ আপার এই কথাটা তখন আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আপা পিছনে কথা বলতে পছন্দ করেন না। তিনি সামনাসামনি এসে সত্য স্বীকার করেন।

তাজিন আপার জীবনের উঠানামা একদম চোখের সামনে দেখেছি। আর সেটা সম্ভব হয়েছে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠার কারণে। তার জীবনের খারাপ সময়েও আপাকে সামনে থেকে দেখেছি। তখন তাকে দেখে অবাক হতাম। তিনি হাসতেন, কিন্তু মনে হচ্ছে এটা আমাদের পরিচিত তাজিন আপার হাসি না। এই হাসির মধ্যে অনেক কষ্ট আছে। সে সময় তিনি খুব চিন্তা করতেন। খুব অস্থির সময় পার করেছেন।

একবার একটা সেটে তাজিন আপার সঙ্গে আলাপ হচ্ছিল। আপা আমাকে বললেন, ‘তনিমা তোর জীবনটা খুব গোছানো।’ আমি আপাকে বলেছিলাম, ‘আপা, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। যা হওয়ার তাই হবে। তোমার জীবনটাও এক দিন সুন্দর গোছানো হবে।’

তাজিন আপা স্বতঃস্ফূর্ত মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে মিশতেন। তিনি ইউনিটে থাকা মানে হচ্ছে, পুরো ইউনিট আনন্দে থাকা। আপার সঙ্গে আমার অনেক স্মৃতি। তাজিন আপার সঙ্গে সবশেষ কথা হয়েছে গত দুই সপ্তাহ আগে ফেসবুকে। আপার একটা ছবি নিয়ে কথা হচ্ছিল। সেসব কথা আজ খুব মনে পড়ছে।

খুব অবেলায় তোমাকে হারিয়েছি আপা। অনেক আড্ডা দেওয়ার ছিল তোমার সঙ্গে। সেটা আর হয়ে উঠল না। তোমার আত্মার শান্তি কামনা করছি।

অনুলিখন : জিয়াউল জিয়া

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads