• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঈশানাকে নিয়ে খন্দকার ইসমাইল

অভিনয়ে ফিরলেন টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ঈশানাকে নিয়ে খন্দকার ইসমাইল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

বিশ বছর পর অভিনয়ে ফিরলেন টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল। ‘হূদয়ের টান’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ঈশানা। নাটকটি রচনা করেছেন মানসুরা নবী। পরিচালনা করেছেন নুরন্নবী রাসেল।

গল্পে দেখা যাবে, বিপুল ও মৌমিতা সুখী দম্পতি। কলকাতা শহরে তাদের বসবাস। কিন্তু হঠাৎ একটি দুঃস্বপ্ন তাদের সংসারের সব কিছু এলোমেলো করে দেয়। মৌমিতা স্বপ্ন দেখে দূরে কোথাও কান্নায় ভেজা কোনো একটি মায়ের মুখ। অন্যদিকে একটি শিশু তাকে মা মা বলে ডাকে। এটিকে বিপুল নিছক স্বপ্ন ভাবে। কিন্তু মৌমিতা এই স্বপ্নের মাঝে কোনো রহস্য আছে বলে ভাবতে থাকে।

১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত’ নাটকে প্রথম অভিনয় করেন খন্দকার ইসমাইল। পরে ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’ নাটকে সবশেষ দেখা গিয়েছিল তাকে। বর্তমানে ‘স্মাইল শো’ এবং ‘ঈদের বাজনা বাজেরে’ শিরোনামের দুটি ম্যাগাজিন অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads