• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গুজবের শিকার শাকিরা

ইসরাইলে কোনো কনসার্টের পরিকল্পনাই ছিল না শাকিরার

ইন্টারনেট

আনন্দ বিনোদন

গুজবের শিকার শাকিরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

৯ জুলাই তেল আবিবে শাকিরার কনসার্টের গুজব ছড়িয়েছিল। ইসরাইলি সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে কনসার্ট বাতিলের আহ্বান জানায় বিভিন্ন সংগঠন। গাজা সীমান্তের ইসরাইলি হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই কনসার্ট বাতিল করেছেন শাকিরা, এমন খবরও ছড়িয়ে পড়ে সম্প্রতি।

এসব খবরকে মিথ্যা ও গুজব বলে সাফ জানিয়ে দেন শাকিরার ট্যুর প্রোমোটার। তিনি জানান, ইসরাইলে কোনো কনসার্টের পরিকল্পনাই তার ছিল না। মিডিয়া মিথ্যা গুজব ছড়িয়েছিল।

বিশ্বব্যাপী শাকিরার কনসার্ট ব্যবস্থাপনায় নিয়োজিত ‘লাইভ নেশন’ প্রতিষ্ঠানটিও খবরগুলোকে মিথ্যা ও গুজব বলে উল্লেখ করে। এক টুইট বার্তায় তারা জানান, শাকিরা তেল আবিবে কনসার্ট করছেন বলে মিডিয়ায় প্রকাশিত সব খবরই মিথ্যা। শাকিরার দিক থেকে এমন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে ভবিষ্যতে ইসরাইলি ভক্তদের জন্য কনসার্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে লাইভ নেশনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads