• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
স্বর্ণার ঈদ ব্যস্ততা

ছোটপর্দার একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোমানা স্বর্ণা

ছবি : বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

স্বর্ণার ঈদ ব্যস্ততা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জুন ২০১৮

ঈদকে কেন্দ্র করে ছোটপর্দার একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচিত মুখ রোমানা স্বর্ণা। সম্প্রতি চিত্রায়ণ শেষ করেছেন হান্নান সরকারের ‘বউ কার’, তারিফুর জাহান আশিকের ‘আগন্তুকের গল্প’, মাইনুল হাসান খোকনের ‘মিস আন্ডারস্ট্যাডিং’র বেশ কিছু একক নাটকের। পাশাপাশি জাহিদ বাবুলের রচনা ও জয় সরকারের পরিচালনায় ‘১ বাগানের ২ ফুল’, আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের ‘হাই প্রেশার-২’ শিরোনামে ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি।

ঈদ ব্যস্ততা নিয়ে রোমানা স্বর্ণা বলেন, ‘খুব টাইট শিডিউল যাচ্ছে। ঈদের বেশ কিছু কাজ এরই মধ্যে শেষ করেছি। আরো কিছু কাজ হাতে আছে। এ মাসের প্রথম সপ্তাহের দিকেই সব শেষ হবে।’

ঈদের আগেই ৬ পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এতে লেখিকা চরিত্রে দেখা যাবে তাকে। স্বনামধন্য একজন লেখিকা ও জুনিয়র সাংবাদিকের গল্পে নির্মিত হবে এ ওয়েব সিরিজটি।

ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় আগমন হলেও বর্তমানে এ মাধ্যমে সরব উপস্থিতি নেই স্বর্ণার। জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে ধারাবাহিক নাটকের কাজ নেই, ব্যাপারটা তা নয়। আমি এখন খুব বেছে বেছে কাজের ডেট দিচ্ছি। গল্প এবং চরিত্র বুঝে কাজ করছি।’

বড়পর্দায় এ অভিনেত্রী নিজের উপস্থিতি জানান দিয়েছেন অনেক আগেই। অনিকেত আলম পরিচালিত ‘আউট অব দ্য বক্স’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। পরে অভিনয় করেন তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ এবং ‘রান আউট’ ছবিতে। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘রূপকথার গল্প’ নামে ছবিটি নির্মাণ করেছেন কলকাতার সোমনাথ চক্রবর্তী। ছবিতে রূপকথার ভূমিকায় অভিনয় করছেন রোমানা। তার বিপরীতে রয়েছেন কলকাতার শান। বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গের বর্ধমানের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের প্রথম লটের কাজ শেষ হয়েছে। পরে লটের কাজের জন্য ঈদের পরই কলকাতা যাওয়ার কথা রয়েছে বলে জানান রোমানা স্বর্ণা।

বড়পর্দার কাজের খবর জানতে চাইলে তিনি বলেন, ঈদের পরই একটি ছবিতে চুক্তিবদ্ধ হব। ছবির স্ক্রিপ্ট ও চরিত্র আমার খুব ভালো লেগেছে। নতুন এ ছবিটির চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads