• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
লোকার্নোয় বাংলাদেশ

বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ‘মাটির প্রজার দেশে’ ছবিটি

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

লোকার্নোয় বাংলাদেশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল।’ কান, ভেনিস এবং বার্লিনের পর সম্মানজনক চলচ্চিত্র উৎসব এটি। উৎসবের ৭১তম আসরের পর্দা উঠতে যাচ্ছে ১ আগস্ট। দশ দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ১১ আগস্ট। প্রতিবারের মতো এবারো সুইজারল্যান্ডে বসবে এ উৎসব।

উৎসবের ‘ওপেন ডোরস হাব’ বিভাগে এবার আটটি চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। এবারের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এ বিভাগে এবার প্রদর্শিত হবে বাংলাদেশি পরিচালক মেহেদী হাসানের ‘স্যান্ড সিটি’। ঢাকার এক বৌদ্ধ ভিক্ষু, এক নারী এবং এক পুরুষের জীবনের আলাদা তিনটি গল্পকে ঘিরেই নির্মিত হয়েছে প্রজেক্ট ‘স্যান্ড সিটি’। খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে এটি। ছবিটির প্রযোজক রুবাইয়াত হোসেন।

‘ওপেন ডোরস হাব’ বিভাগে নির্বাচিত আটটি প্রজেক্টকে বিভিন্ন পুরস্কার প্রদান করে ওপেন ডোরস জুরি বোর্ড। প্রজেক্টগুলোর সহযোগী প্রযোজক পাওয়ার জন্যই উৎসব চলাকালে এ ছবিগুলো প্রদর্শিত হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার প্রযোজকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করাও এ বিভাগে অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে ‘ওপেন ডোরস ল্যাব’ বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক আরিফুর রহমান। তিনটি ফিচার ফিল্ম নিয়ে সেখানে যাবেন আরিফুর রহমান। বাংলাদেশি প্রযোজক আরিফুর রহমান মনে করেন, ওপেন ডোরস ল্যাব উন্নতমানের প্রশিক্ষণের পাশাপাশি দেশের বাইরের পরিচালক, প্রযোজক ও পরিবেশকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং যৌথভাবে কাজ করার সম্ভাবনা বাড়িয়ে তোলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads