• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু

আত্নপ্রকাশ করলো সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

দেশের অডিও ইন্ডাস্ট্রির ক্রান্তিকালে নতুন একটি লেবেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। গতকাল কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘কসম’ গান রিলিজের মাধ্যমে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবীন-প্রবীণ শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ছাড়াও মিডিয়ার অন্যান্য ক্ষেত্রের সম্মানিতরা উপস্থিত ছিলেন। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি ও গীতিকার জাহিদুল হক, আসিফ আকবর, ধ্রুব গুহ, কবির বকুল, উপস্থাপক আনজাম মাসুদ, শেখ জসিম, কাজী শুভ, বেলাল খান, শান, তানজীব সারোয়ার, ওমর ফারুক, প্লাবন কোরেশী, জাহিদ বাশার পংকজ, নাজির মাহমুদ, জেকে মজলিশ, মুশফিক লিটু, রাজন সাহা প্রমুখ।

সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন পারভীন সুলতানা। তিনি বলেন, দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছিলাম একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার। সেটা করতে পেরেছি। বাংলা গানের পৃষ্ঠপোষকতা করতে পারলে ভালো লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads