• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মোশারফ করিমের হাই প্রেশার

অভিনেতা মোশারফ করিম

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

মোশারফ করিমের হাই প্রেশার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

মজনু ও ফটিক টাউট প্রকৃতির লোক। তারা চিন্তা করে সৎপথে টাকা উপার্জন করবে। তাই রাস্তায় শরবত বিক্রি শুরু করে। ঘটনাক্রমে দুই অ্যাডভোকেট শরবত কিনতে আসে। অ্যাডভোকেটের পোশাক দেখে মজনুর মাথায় দুষ্টবুদ্ধি ঘুরপাক খায়। সে চিন্তা করে অ্যাপ্রোন পরে সেও অ্যাডভোকেট সাজবে, ধোঁকা দেবে মানুষকে। মজনু ফটিককে নিয়ে বরিশাল চলে যায়। নিজেদেরকে অ্যাডভোকেট বলে প্রচার চালায়। চলতে থাকে সাধারণ মানুষের সঙ্গে তাদের নানা ধরনের প্রতারণা।

এমন গল্পেই নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘হাই প্রেশার-২’। নাটকটিতে মজনু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। বিশেষ এই সাত পর্বের ঈদ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ১০টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

এতে আরো অভিনয় করেছেন মীরাক্কেল খ্যাত জামিল, নাদিয়া, আ খ ম হাসান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads