• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
অভিনয়ে মনোযোগী ইভান

অভিনেতা ইভান সাইর

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

অভিনয়ে মনোযোগী ইভান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

ইভান সাইর। টেলিভিশন এবং রেডিও অনুষ্ঠান উপস্থাপনায় কণ্ঠের জাদুতে জয় করে নিয়েছেন দর্শক-শ্রোতাদের মন। পাশাপাশি শক্ত অবস্থান গড়েছেন শোবিজে। উপস্থাপনার বাইরে এবার অভিনয়ে মনোযোগী হচ্ছেন তিনি। বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ইভান।

ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শোবিজে পা রাখেন ইভান। এরই মধ্যে অভিনয় করেছেন চলচ্চিত্র ও একাধিক নাটকে। ইভান নিজেই বলেন, ‘অভিনেতা পরিচয়টা আমার ভালো লাগে। উপস্থাপনা ও আরজের কাজ আমার ভালোবাসা। অন্যদিকে, অভিনয়টা আমার প্রেম।’ মানুষ এখনো আপনাকে আরজে হিসেবেই জানে। অভিনেতা হিসেবে পরিচয় গড়তে আর কতদিন? জানতে চাইলে ইভান বলেন, ‘আমার তাড়াহুড়ো নেই। হুটহাট করে কিছু পেতে চাই না। পরিশ্রম করে জায়গা পোক্ত করতে চাই।’

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে ইভানের। সম্প্রতি শেষ করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্য ছবির কাজ। ‘এল ক্লাসিকো লাভ’ শিরোনামের ছবিটিতে ইভানের বিপরীতে অভিনয় করেছেন পিয়া বিপাশা। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। তাসনুভা তিশার বিপরীতে ইভান অভিনয় করেছেন ‘সোফাসেট’ নামের স্বল্পদৈর্ঘ্য আরেকটি ছবিতে। সংলাপনির্ভর এ স্বল্পদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। ঈদে লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। একই পরিচালকের ‘ছেলেটা খারাপ ছিল না’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন ইভান।

অভিনয়ের বাইরে ঈদের বিশেষ সেলিব্রেটি শো ‘আমার বসন্ত’ উপস্থাপনা করেছেন ইভান সাইর। জুনায়েদ বইন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের ৪র্থ দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের জন্যও একটি তারকার আড্ডার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ইভান। ঈদের ব্যস্ততা সর্ম্পকে বলেন, ‘আমি আসলে অভিনয়ে বেশি মনোযোগী। অভিনয় ব্যস্ততার ফাঁকে রেডিওতে কিছু অনুষ্ঠান করেছি। আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নিয়ে আমি ব্যাপকভাবে আশাবাদী। প্রতি ছবিতেই দর্শক আলাদাভাবে আমাকে আবিষ্কার করতে পারবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads