• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফুটবলে প্রেম

নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ফুটবলে প্রেম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুন ২০১৮

অপূর্ব বিদেশ থেকে দেশে বেড়াতে এসে খালার বাসায় ওঠে। খালার দুই মেয়ে এভ্রিল ও চৈতি আগে থেকেই অপূর্বর প্রেমে মজে আছে। অপূর্বকে দেখার পর সেটার ব্যাপকতা আরো বেড়ে যায়। তবে সেটা অপূর্ব পর্যন্ত প্রকাশ পায় না। এমনকি শুরুর দিকে এভ্রিল জানে না চৈতিও অপূর্বকে পছন্দ করে। আবার চৈতিও জানে না এভ্রিল অপূর্বকে পছন্দ করে। যখন জানাজানি হয় তখন দুই বোনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। অপূর্ব দেশে থাকতে ভালো ফুটবল খেলত, তাই এলাকার ফুটবল ক্লাবের ছেলেরা অপূর্বকে সংবর্ধনা দেবে বলে ঠিক করে। সে অনুযায়ী একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে এলাকার ছেলেরা। চৈতি এসে বলে, সেদিন খেলা হবে ব্রাজিল আর আর্জেন্টিনার। যেহেতু চৈতি ব্রাজিল সাপোর্ট করে তাই সে ব্রাজিল টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে দলের ম্যানেজারের দায়িত্ব নেয় এভ্রিল। আর খেলায় যে জিতবে অপূর্ব হবে তার। কিন্তু ম্যাচ হয় ড্র। বিপাকে পড়ে দুই বোন।

এমন গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’। এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন— জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল নাইম এভ্রিল, ইসরাত চৈতি, জিয়াউল হাসান কিসলু, শিখাসহ অনেকে। বিশেষ এ টেলিফিল্মটি ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads