• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘ছুঁই না ছুঁই’ যেন মন ছুঁয়ে যায়

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

‘ছুঁই না ছুঁই’ যেন মন ছুঁয়ে যায়

  • প্রকাশিত ১৪ জুন ২০১৮

রাফিউজ্জামান রাফি

সম্প্রতি যখন একটি বস্তাপচা গানের কয়েকটি ভার্সন নির্মমভাবে কান পচিয়ে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কানটা যেন ফুরফুরে হয়ে উঠল একটি গান শুনে। গানটা শুনে মনে হলো একটি সুর যেন মনকে নাড়িয়ে দিতে পারে তার জাদুতে, একটি গীতিকবিতা যেন মনকে ডুবিয়ে রাখতে পারে তার আবহে। গানটি শোনার পর তৃপ্তি সহকারে অস্ফুট স্বরে বের হয়ে আসে ‘আহ, একটি গান শুনলাম’। হয়তো ভাবছেন কোন গান, কী গান, কার গান?

সম্প্রতি ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন হতে মুক্তিপ্রাপ্ত গুণী কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর ‘ছুঁই না ছুঁই’ শিরোনামের গানের কথা বলছিলাম। গানটিতে নেই সুদর্শন ও সুশ্রী মডেলদের মনকড়া লাস্যময়ী কোনো ছলাকলাসম্পন্ন অতি বিরহী বা অতি লুতুপুতু প্রেমের গল্পের দৃশ্যচিত্র, জমকালো লোকেশনের বাহারি উপস্থাপন এবং ক্যামেরার তাক লাগানো কারসাজিসম্পন্ন কোনো মিউজিক ভিডিও। গানটিতে যা আছে তা হলো শুধুই গান। কথা, সুর, সংগীত ও কণ্ঠ ভিন্ন আর কিছু নয়। বর্তমানে অধিকাংশ গানের ক্ষেত্রেই যা কলাকুশলীরা ভাবতেই ভিরমি খান। কেননা সম্প্রতি অধিকাংশ গানই যেখানে রমরমা বাজেটের মিউজিক ভিডিওর হাত ধরে পথচলা শুরু করা, অডিও-ভিডিওর সম্মিলিত কন্টেন্ট হয়ে দর্শক ও শ্রোতাপ্রিয়তা অর্জনের পথ উতরে যাওয়ার স্বপ্ন দেখা ব্যতীত একলা চলো ভাবতেই সাহস পায় না। আর ‘ছুঁই না ছুঁই’ সেখানে কথা, কণ্ঠ, সুর পুঁজি করে ইউটিউবে প্রচারের স্বার্থে শুধু লিরিক্যাল ভিডিওর হাত ধরেছে।

একটি গান তখনই পূর্ণ যৌবনা হয়ে ওঠে, যখন কথা, সুর ও কণ্ঠের অপূর্ব সংমিশ্রণ ঘটে। ‘ছুঁই না ছুঁই’ ঠিক তেমনই একটি গান। গীতিকবি এএসএম মাসুমের পরিমিত ছন্দবদ্ধ কথা, সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণের অসাধারণ কম্পোজিশন এবং ফাহমিদা নবীর মিষ্টি কণ্ঠের কারুকাজে গানটি যেন সত্যি একটি গানই হয়েছে। ‘ছুঁই না ছুঁই/পড়ে থাকা জুঁই/একমুঠো গোলাপ/তোমার সান্ধ্য প্রলাপ।’ শ্রোতাকে কোথায় যেন নিয়ে যায় সুরে সাজানো এই কথাগুলো! গানটি যেন অনুভূতি মেশিনের পার্টস হয়ে যাওয়া যান্ত্রিক জীবনের মানুষগুলোকে একটু একাকিত্ব ও নিঃসঙ্গতা অনুভব করার ক্ষমতা ফিরিয়ে দেয়। আমি তুমির বাজারে এমন পরিচ্ছন্ন পরিপক্ব কথায় গান খুব কমই শোনা যায় আজকাল।

কলকাতা ঢঙের সুরের জোয়ারে এমন মৌলিক বিরহী সুর ভেতরজুড়ে যেন একটি হাহাকারের বসতবাড়ি গড়ে তোলে। লুকোচুরি গল্পসহ আরো অনেক পরিচ্ছন্ন শ্রোতাপ্রিয় গান রয়েছে ফাহমিদা নবীর। ‘ছুঁই না ছুঁই’ যেন তার সে তালিকায় আরো একটি সংখ্যা বৃদ্ধি করল। বাজার যখন পোলা, মাইয়া কথাযুক্ত নিম্নরুচির গানের দখলে সেই মুহূর্তে ‘ছুঁই না ছুঁই’ নামক আগন্তুকটি যেন রুচিসম্পন্ন গানের মিছিলে শ্রোতাদের ফিরে আসার আহ্বান জানায়, শ্রোতাদের রুচিসম্পন্ন শুদ্ধ গানের সভায় আসতে আহ্বান জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads