• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আমি খুবই ভাগ্যবান

অভিনেতা সিয়াম আহমেদ

ইন্টারনেট

আনন্দ বিনোদন

আমি খুবই ভাগ্যবান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন ২০১৮

ছোটপর্দার প্রিয়মুখ সিয়াম আহমেদ। ছোটপর্দায় সাফল্যের পর বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ এই অভিনেতার। রায়হান রাফি পরিচালিত পোড়ামন-২ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবি প্রসঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রুহুল আমিন ভূঁইয়া

ব্যস্ততা কী নিয়ে?

‘দহন’ ছবির শুটিং ও ‘পোড়ামন-২’ ছবির প্রচারণা নিয়ে। দুটি মিশিয়েই সকল ব্যস্ততা।

বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। কেমন লাগছে?

আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। গান টিজার প্রকাশের পর ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন।

‘পোড়ামন-২’ ছবিতে বিশেষত্ব কী থাকছে?

গল্প! সম্পূর্ণ বাংলাদেশি মৌলিক একটা প্রেমের গল্পের ছবি। গল্পের ভিত এত মজবুত, যে কারণে আমাকে টেনেছে। আমি মনে করি, ছবিটি দেখার পর দর্শকরাও ধাক্কা খাবেন। এ ছবির জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। আমার চরিত্রের নাম সুজন শাহ। একেবারে নতুন একটি চরিত্র। এ চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য পরিশ্রম করেছি। আমার সেরাটা দিয়ে কাজটি করেছি। দেশের মানুষকে দেখাতে চাই আমি পারি। সবার ভালোবাসা চাই। এই ছবিতে আমার বিপরীতে রয়েছেন পূজা চেরি।

বিশ্বকাপ চলাকালীন ছবি মুক্তি পাচ্ছে, কিছুটা শঙ্কিত কি?

না, তবে বিশ্বকাপের উন্মাদনা অবশ্যই বেশি সব সময়। পৃথিবীর সব জায়গাতেই বেশি। বিশ্বকাপের খেলাগুলো রাতের বেলা। আর বিশ্বকাপ শুরু হবে এবং শেষ হয়ে যাবে। ঈদের সময় যদি মানুষ বাংলাদেশি ছবি না দেখে, শুধু আমাদের ছবি না পুরো বাংলাদেশের ছবি, তা হলে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় না দর্শকরা তাদের নিজেদের ক্ষতি করতে যাবে।

প্রথম সিনেমাটি নিয়ে প্রত্যাশা-

প্রত্যাশা মানুষের মনে যেন একটু নাড়া দিতে পারি। তাদের মনে দাগ কাটতে পারি। সিনেমা হল থেকে যখন আমরা বের হই তখন আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে সব ভুলে যাই। কিন্তু আমার ছবি যদি দর্শক বাসায় আসা পর্যন্ত মনে রাখে, রাতের বেলা চিন্তা করে কী দেখলাম তাতেই আমার সন্তুষ্টি।

ফাগুন হাওয়া ছবির খবর কী?

‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং শেষ, ডাবিং করব। তৌকীর ভাই হয়তো বা কোনো বিশেষ দিনে এটি রিলিজ দেবেন।

সিনেমায় নিয়মিত দেখা যাবে কি?

এটা নির্ভর করবে আমি কতটুকু ভালো চিত্রনাট্য পাচ্ছি তার ওপর। যদি ভালো গল্প পাই, যদি ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ থাকে তাহলে চেষ্টা করব নিয়মিত হওয়ার। না হলে আমার প্রফেশন যেটা সেটাতে ফিরে যাব। মানে লইয়ার করি সেটাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads