• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নন্দন পার্কে ভিড় 

নন্দন পার্কের প্রবেশ মুখে দর্শনার্থীদের ভিড়

বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

নন্দন পার্কে ভিড় 

  • প্রকাশিত ১৯ জুন ২০১৮

আরিফুর রহমান

ঈদের আনন্দ উপভোগ করার জন্য তীব্র গরম উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে বিনোদনপ্রেমীরা ভিড় জমিয়েছে সাভারের নন্দন পার্কে। নগর জীবনের কোলাহল থেকে একটু বিনোদন পেতে যান্ত্রিক কোলাহলের শৃঙ্খলা ভেঙে ঈদ উৎসবকে বরণ করে নিতে অনেকেই ছুটে এসেছেন এই পার্কে।

ঈদের দিন সকাল থেকেই আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত এই পার্কে ঈদ উৎসব উপভোগ করতে আসতে থাকে হাজার হাজার মানুষ। তাদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। ছোট-মাঝারি-বড় সব বয়সী বিনোদনপ্রেমী দর্শনার্থীদের জন্য বিভিন্ন রকমের রাইডগুলো ছুটে চলছে আপন গতিতে। মজার মজার বিভিন্ন রাইডে চড়ে আর নেচে-গেয়ে মাতিয়ে তুলছে তারা পুরো এলাকা।

দীর্ঘলাইন ও প্রচণ্ড গরম, সত্ত্বেও শিশু কিশোর-বৃদ্ধ সবাই ঈদের আনন্দ উপভোগ করতে আসছেন এখানে। প্রতিবারের মতো এবারো বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর জন্য রাখা হয়েছে নতুন চমক।

গরম আর কাঠফাটা রোদে একটু প্রশান্তির পরশ পেতে এ পার্কের পানির রাজ্য ঘিরেই দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। তাই সকাল থেকেই নন্দন পার্কে জনস্রোত নামে।

নন্দন পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে জিরিয়ে নিয়ে বসতে পারেন ঘাসের সবুজ গালিচাতে।

টাঙ্গাইলের মির্জাপুর থেকে নন্দন পার্কে ঘুরতে এসেছেন রবিন মিয়া। সময়টাকে বেশ উপভোগ করছেন বলে জানালেন তিনি।

ধামরাই থেকে আসা আইনজীবী রায়হান হাসান তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঘুরতে এসে বলেন, অবরুদ্ধ পরিবেশ থেকে নন্দন পার্কে খোলামেলা জায়গায় খুব ভালো লাগছে। শহরে জীবন থেকে খানিক রিলাক্স।

নন্দন পার্কের ডেপুটি ম্যানেজার মার্কেটিং মেজবাহ উদ্দিন প্রিন্স বলেন, তাদের পার্কে সব রাইডসে ভিড় রয়েছে। তবে ওয়াটার কোস্টার, প্যাডেল বোট, কিডস ড্রিম ওয়ার্ল্ড, ওয়াটার ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি রাইডসে দর্শনার্থীদের দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর চড়তে হচ্ছে।

তিনি জানান, ঈদের দিন থেকে আবহাওয়া খুবই ভালো থাকায় কোনো বৃষ্টি না হওয়ায় অন্যবারের চেয়ে এ বছর দর্শনার্থীদের ভিড় অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি।

নন্দন পার্কে আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ স্লাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট, কিটস ড্রিম ওয়াল্ট।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads