• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মিউজিক ফর পিস

এই অনুষ্ঠানে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

মিউজিক ফর পিস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জুন ২০১৮

গান বাংলা টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এ এবার একটি অভিনব বিষয়ের অবতারণা করা হয়েছে। সেখানে অংশ নেওয়া দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সবাই মিউজিক ফর পিস বা শান্তির জন্য সঙ্গীতের পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। তাদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে শুধু গানই পারে শান্তির খোঁজ দিতে। আর সেজন্য তারা গানের মাধ্যমে শান্তিকে অন্বেষণের জন্য ‘মিউজিক ফর পিস’ স্লোগানের সপক্ষে দাঁড়িয়েছেন।

এবার উইন্ড অব চেঞ্জ সিজন থ্রিতে অংশ নিয়েছেন ২২ দেশের ৩৫ বাদ্যযন্ত্রী। বাংলাদেশি যেসব সঙ্গীতশিল্পী এবারের ‘উইন্ড অব চেঞ্জ’-এ গান গেয়েছেন তারা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, চন্দন, শামীম, এন্ড্রু কিশোর, লুইপা, কৌশিক হোসেন তাপস, মিজান, কাঙ্গালিনী সুফিয়া, শুভ, রেশমী, মিনার, ম্যাক, আগুন, হায়দার হোসেন, সুজিত মুস্তফা, রফিকুল আলম, মাখন, শিরিন, সুমন ও প্রিয়।

ঈদ উপলক্ষে উইন্ড অব চেঞ্জ সিজন থ্রির প্রচার শুরু হয়েছে ঈদের দিন থেকে। চার দিনের এই বিশেষ আয়োজনে বাংলাদেশি জনপ্রিয় ও খ্যাতিমান সঙ্গীতশিল্পীরা ২০টি গানের পরিবেশনায় অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads