• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আজ ‘নদ্দিউ নতিম’

আজ মঞ্চায়িত হবে ‘নদ্দিউ নতিম’

ছবি : সংরক্ষিত

আনন্দ বিনোদন

আজ ‘নদ্দিউ নতিম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ মঞ্চায়িত হবে ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটার প্রযোজিত নাটকটি জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

নাটকটির নির্দেশক জানান, দর্শকদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতেই ঢাকার মঞ্চে ম্যাড থেটারের এই আনন্দ আয়োজন। এদিন নাটকটির ৪২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের মূলধারার নাটকে ‘নদ্দিউ নতিম’ প্রথম নাটক যেখানে একজন শিশু একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। নাটকে দেখা যায়, একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। নাটকে দর্শক একটি কাল্পনিক পরিবারের কাহিনী দেখতে পাবে। যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads