• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কলকাতায় ‘কৃষ্ণপক্ষ’

‘কৃষ্ণপক্ষ’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা রিয়াজ ও মাহিয়া মাহি

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

কলকাতায় ‘কৃষ্ণপক্ষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৮’। শহরের নন্দনে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী এ উৎসব। ফেডারেশন অব ফিল্ম সোসাইটির উদ্যোগে এ উৎসব চলবে ২৮ জুন পর্যন্ত।

উৎসবে প্রদর্শিত হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। মেহের আফরোজ শাওন পরিচালিত এ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন রিয়াজ ও মাহিয়া মাহি। ‘কৃষ্ণপক্ষ’ ছাড়া আরো প্রদর্শিত হবে ‘কালের পুতুল’, ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘ড্রেসিং টেবিল’, ‘টুবি কন্টিনিউড’, ‘আলতাবানু’ ও ‘ভয়ঙ্কর সুন্দর’।

আজ বিকাল ৪টায় ‘কালের পুতুল’ ছবি প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠবে উৎসবের। এদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। উৎসবের দ্বিতীয় দিন বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় যথাক্রমে প্রদর্শিত হবে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ এবং আবু সায়ীদের ‘ড্রেসিং টেবিল’। তৃতীয় দিন বিকাল ৪টায় মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইফতেখার আহমেদ ফাহমির ‘টুবি কন্টিনিউড’ প্রদর্শিত হবে। বৃহস্পতিবার উৎসবের শেষ দিন বিকাল ৪টায় প্রদর্শিত হবে অরুণ চৌধুরীর ‘আলতাবানু’। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবি প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামবে উৎসবের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত থাকবেন অভিনেত্রী মাধবী মুখার্জি, বাংলাদেশের প্রযোজক ফরিদুর রেজা সাগর, নন্দনের সিইও মহুয়া ব্যানার্জি এবং বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমন। এ বছর উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র বাছাইয়ে আয়োজকদের সহযোগিতা করেছেন নির্মাতা আবু শাহেদ ইমন।

আয়োজক সংস্থার কাউন্সিল সদস্য প্রেমেন্দ্র মজুমদার জানান, ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল ফেডারেশন অব ফিল্ম সোসাইটি। সে ধারাবাহিকতায় এবারো আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে কলকাতার দর্শকদের পরিচয় করিয়ে দেওয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads