• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আবারো মঞ্চে ‘বনমানুষ’

শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চস্থ হবে নাটকটি

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

আবারো মঞ্চে ‘বনমানুষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

আবারো মঞ্চে আসছে প্রাচ্যনাটের একক নাটক ‘বনমানুষ’। আজ সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চস্থ হবে নাটকটি। প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনার এ নাটকটি রচনা করেছেন ইউজিন ও নীল। নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

গল্পে দেখা যাবে জাহাজের কয়লাশ্রমিক ইয়াংক। দেখতে প্রায় বনমানুষের মতো। মিলড্রেড ডগলাস এ জাহাজের যাত্রী। সে একবার জাহাজে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। ডগলাসকে কেন্দ্র করেই সারা দুনিয়ায় পুঁজিপতিদের ঘৃণা করতে থাকে সে। ভাঙতে চায় পুঁজিপতিদের ‘স্বর্গ’তুল্য প্রাসাদ।

জাহাজ বন্দরে ভিড়লে সে শহরে ঘুরতে বের হয় তার এক সঙ্গীকে নিয়ে। শহরের জৌলুস ও উচ্চবিত্তের জাঁকজমক তাকে ক্ষিপ্ত করে তোলে। নানা রকম পাগলামি প্রকাশ পায় তার মধ্যে। শেষে সে জেলে প্রেরিত হয়। জেল থেকে পালিয়ে সে সরাসরি চিড়িয়াখানায় বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয় তার নিজের সঙ্গে হাত মেলানোর জন্য। শেষে বনমানুষের আক্রমণে নিহত হয় সে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শশাঙ্ক সাহা, তৌফিকুল ইসলাম ইমন, সাদিকা স্বর্ণা, নায়মী নাফসীন, সোহেল রানা, ফুয়াদসহ অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads