• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কলকাতায় বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল

‘অজ্ঞাতনামা’-ছবির একটি দৃশ্য

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

কলকাতায় বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল

  • প্রকাশিত ২৬ জুন ২০১৮

অনিকেত রহমান

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া ( ইস্টার্ন রিজিয়ন) উদ্যোগে ১ম বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে রবীন্দ্রসদনের নন্দন-১ গ্যালারিতে। ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল এ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৭টি সিনেমাসহ মোট ৮ টি বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হবে। উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি ছিলেন মাধবী মুখার্জী এবং ইমপ্রেস টেলিফিল্ম এর প্রধান ফরিদুর রেজা সাগর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমেন্দু মজুমদার। তিনি এই ফেস্টিভ্যালের প্রধান আয়োজক। স্থানীয় সময় ৪টা রাইসুল ইসলাম আসাদ,ফেরদৌস অভিনীত ‘কালের পুতুল’ এর প্রদর্শনের মধ্যো দিয়ে ফেস্টিভাল শুরু হয় এবং সিনেমার শেষে মূল উদ্বোধনী হয়। প্রধান অতিথির বক্তব্যে শ্রী ব্রাত্য বসু বলেন, ‘দুই বাংলার সিনেমা এখন অনেক এগিয়ে গেছে। এই শিল্পের কোনো কাঁটাতার নেই,কোনো ভিসাও নেই।’

মাধবী মুখার্জী তার বক্তব্যে বলেন, এই বাংলা আর ওই বাংলা বলে তিনি আলাদা মনে করেন না। এবং নিজেকে বরিশালের মেয়ে বলেই দাবি করেন। তিনি বলেন, বাংলা সিনেমার শুরু ঢাকা থেকেই হয়েছে। বাংলা সিনেমাতে হীরা লাল সেনের অবদান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সিনেমা ‘অজ্ঞাতনামা’ প্রদর্শন করা হয়। পশ্চিমবঙ্গের দর্শকের মতামত জানতে গিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানা যায়। কেউ কারিগরির দিক, কেউ আবার গল্পকে প্রাদান্য দিচ্ছে। ২৮ জুন শেষের দিন ‘ভানু’, ‘ভয়ংকর সুন্দর’-এর প্রদর্শের মাধ্যমে ফেস্টিভ্যালের পর্দা নামবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads