• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চুরির অভিযোগ!

সঙ্গীত তারকা রিয়ানা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

চুরির অভিযোগ!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

চুরির অভিযোগ আনা হয়েছে পাশ্চাত্যের জনপ্রিয় সঙ্গীত তারকা রিয়ানার বিরুদ্ধে। তবে গুরুতর চুরি নয়, তিনি ওয়াইনের গ্লাস চুরি করেছেন। গত বৃহস্পতিবার রাতে বিবিসি ওয়ানের ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে এমনটাই দাবি করেন অনুষ্ঠানটির সঞ্চালক গ্রাহাম নর্টন।

অনুষ্ঠানটিতে রিয়ানার কিছু ছবি প্রদর্শন করেন সঞ্চালক। সেখানে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় তার হাতে ওয়াইনের গ্লাস। এই গ্লাসগুলো নিয়ে আসার সময় অনুমতি নেওয়া হয়েছে কি না? প্রশ্ন করলে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন রিয়ানা। এ সময় বেশ বিব্রতকর অবস্থায় দেখা যায় তাকে। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন স্যান্ড্রা বুলক, কেট ব্লানচেট, সারা পলসন ও হেলেনা বনহ্যাম কার্টার।

রিয়ানার এই ওয়াইনের গ্লাস নিয়ে চলে আসাকে অপরাধ বলছে না চিকিৎসাবিজ্ঞান। চিকিৎসকদের মতে, এটা রিয়ানার অভ্যাস, আর তা মানসিক অসুখের পর্যায়ে পৌঁছে গেছে।

এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিজের অবচেতনে যেকোনো জিনিস হাতে করে নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে বিশেষ কিছুর প্রতি আসক্তি থাকে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির অর্থনৈতিক অনটনের কোনো সম্পর্ক থাকে না।

রিয়ানা চোর নয়, এমনটা তিনি দাবি করতেই পারেন। তবে অনুষ্ঠানটি দর্শকের মাঝে বেশ আনন্দ দিয়েছে। সেই সঙ্গে যারা বিভিন্ন অনুষ্ঠানে এমন কাণ্ড করেন, তাদের সাবধানও করে দিয়েছে।

রিয়ানা একজন বার্বাডোজের গায়ক, গীতিকার এবং অভিনেত্রী।  তার প্রথম স্টুডিও অ্যালবাম মিউজিক অব দ্য সান মুক্তি পায় ২০০৫ সালে। এর থেকে অনুপ্রেরিত এ গার্ল লাইক মি (২০০৬) প্রকাশ করে খ্যাতি অর্জন করেন। ‘আ গার্ল লাইক মি’ মার্কিন যুক্তরাষ্ট্রে বিলবোর্ড ২০০-এর তালিকার সেরা দশে অবস্থান করে এবং যথাক্রমে প্রযোজনা করেন একক সঙ্গীত ‘পন ডি রিপে­’ এবং ‘সস’।

তিনি তার সঙ্গীত পুনঃপ্রতিষ্ঠার সময় তার তৃতীয় স্টুডিও অ্যালবাম গুড গার্ল গন ব্যাড (২০০৭)-এর জন্য সৃজনশীল নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং নিজে একটি যৌন প্রতীক হিসেবে পাবলিক ইমেজ গ্রহণ করেন। এই অ্যালবামের সফল একক সঙ্গীত ‘আমব্রেলা’ তার কর্মজীবনে একটি আন্তর্জাতিক সাফল্য হয়ে ওঠে। এর জন্য ২০০৮ সালে শ্রেষ্ঠ র‍্যাপ/সাং কোলাবরেশনের জন্য জে জির সঙ্গে যৌথভাবে তিনি তার প্রথম গ্র্যামি পুরস্কার জেতেন।

চারটি ধারাবাহিক প্লাটিনাম স্টুডিও প্রকাশের পর, গ্র্যামি পুরস্কার বিজয়ী ইউনিপোজ্যাটিকসহ (২০১২) তিনি একজন পপ আইকন হিসেবে স্বীকৃত ছিলেন। তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘এন্টি’ (২০১৬) এবং এর লিড একক সঙ্গীত ‘ওয়ার্ক’ ‘বিলবোর্ড’ ২০০ ও হট ১০০-এর এক নম্বর স্থানে অবস্থান করে। তার অনেক গানই স্থান পায় বিশ্বের সর্বকালের সেরা-বিক্রীত একক সঙ্গীত হিসেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads