• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নেপালে তারা

জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবে পুরো টিম

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

নেপালে তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

ঈদুল ফিতরের আমেজ শেষ না হতেই শুরু হয়েছে ঈদুল আজহার নাটকের কাজ। নাটকের চিত্রায়ণে নেপাল পাড়ি দিয়েছেন একঝাঁক তারকা। চলতি মাসেই নেপালের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

জানা গেছে, বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত ১২টি একক নাটকের চিত্রায়ণে ২৫ জনের একটি ইউনিট নেপাল অবস্থান করছে। একক নাটকগুলোতে অভিনয় করবেন অপর্ণা ঘোষ, জোভান, সাদিয়া জাহান প্রভা, শবনম ফারিয়া, এফ এস নাঈম, আজমেরী আশা, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামানিক, টুটুল চৌধুরী, মিয়া ফারুক, আসিফ নজরুল, আহসান আলমগীর, মাহবুব শাহীনসহ নেপালের স্থানীয় কয়েকজন শিল্পী।

মাসুম শাহরিয়ার, অঞ্জন আইচ, আহসান আলমগীর, জুয়েল কবির, রূপান্তর, পারভেজ ইমামের রচনায় নাটকগুলো পরিচালনা করছেন দীপু হাজরা ও অঞ্জন আইচ।

প্রযোজনা সংস্থা বাঁধন ড্রিম ভিশনের কর্ণধার মোহাম্মদ বোরহান খান জানান, এ প্রযোজনা সংস্থা দেশের বাইরেই বেশিরভাগ নাটক নির্মাণ করে থাকে। বরাবরের মতো এবারো বেশকিছু নাটকের চিত্রায়ণ হচ্ছে হিমালয় কন্যাখ্যাত দেশ নেপালে। নাটকগুলোতে থাকছে বেশকিছু চমক। চিত্রায়ণ শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবে পুরো টিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads