• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পিছিয়ে গেল ‘সুলতান’

ছবিতে সুলতান ভাই হিসেবে দেখা যাবে জিতকে

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

পিছিয়ে গেল ‘সুলতান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

ঈদুল ফিতর উপলক্ষে ওপার বাংলার শতাধিক হলে মুক্তি পেয়েছিল ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটি। সাফটা চুক্তির মাধ্যমে আজ বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। বিনিময় প্রথায় ছবিটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু হঠাৎই পিছিয়ে গেল মুক্তি।

কী কারণে পিছিয়ে গেল? জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘ছবিটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দিয়েছিল ২১ জুন। কিন্তু এখনো লিখিত কিছু হাতে পাইনি।’

মন্ত্রণালয় থেকে লিখিত ফাইল আসার পরই জানা যাবে ছবিটি মুক্তির তারিখ। এমনটাও জানিয়েছেন আবদুল আজিজ। ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্মস ওয়ার্কস। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। অ্যাকশন রোমান্টিক ধাঁচের এ ছবিতে কলকাতার জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশে বিদ্যা সিনহা মিম ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার।

কলকাতা, বাংলাদেশ ও ব্যাংককে হয়েছে ছবির চিত্রায়ণ। ছবিতে সুলতান ভাই হিসেবে দেখা যাবে জিতকে। ভাইগিরি করেই সুলতানের দিন চলে। কিন্তু তার ভেতরের মানুষটা সহজ-সরল। রিয়াকে (প্রিয়াঙ্কা সরকার) সে নিজের বোনের মতো ভালোবাসে। নারীপাচার চক্রের কবলে পড়ে রিয়া। যার নাম পান্ডা সরকার (মুকুল দেব)। এই সরকার গ্যাংয়ের কবল থেকেই রিয়াকে উদ্ধার করে আনে সুলতান।

ঈদুল ফিতরে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটির। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে ঈদে মুক্তি পায়নি ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads