• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সবাই পরিবর্তন পছন্দ করে

অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সবাই পরিবর্তন পছন্দ করে

  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের যোগ্য উত্তরসূরি। বিরতি ভেঙে আপন ভুবনে পুরোদমে কাজ করছেন এই অভিনেত্রী। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া

ঈদ-পরবর্তী ব্যস্ততা?

কোরবানির ঈদের কাজ নিয়ে ব্যস্ততা। রোজার ঈদে আমাকে খুব বেশি কাজে দেখা যায়নি। শুধু ‘সাংসারিক ভালোবাসা’ নাটকটি প্রচার হয়েছে। আরো ৬-৭টি নাটক তৈরি হয়ে আছে। বিশ্বকাপ ফুটবলের কারণে নাটকগুলো প্রচার হয়নি। খুব শিগগিরই সেগুলো প্রচার হবে। ‘সাংসারিক ভালোবাসা’ নাটকটি থেকে ভালো সাড়া পাচ্ছি। কোরবানির ঈদে বেশ কিছু নাটকে কাজ করব।

একক নাটকেই অভিনয় করছেন?

একক নাটকে গুরুত্ব দিচ্ছি বেশি। যেগুলোর চিত্রনাট্য পছন্দ হচ্ছে, সেগুলোতেই অভিনয় করছি। আমি সব সময় চাই আমার অভিনীত চরিত্রগুলো যেন মানুষের মন ছুঁয়ে যায়। আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও প্রযোজনা করছি।

গান নিয়ে পরিকল্পনা কী?

গান নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। সেটা গান আকারে রেকর্ড করা হয়েছে। সুর আমি করেছি। আরো একজন সংযোজন করেছেন। এখনো কমপ্লিট হয়নি। গান নিয়ে ভালো ভালো কিছু অফারও আছে। এগুলোর ওপর কাজ করছি। ভালো কাজ হলে সব সময়ই সরব থাকব। সেটা গান, নাটক, টেলিফিল্ম যেটাই হোক না কেন। আমার যেটা মনে হবে ভালো সেটাই করব। আমি এটা শখেই করি, পেশা হিসেবে নয়। ভালো কাজ হলে অবশ্যই দেখা যাবে।

বড়পর্দায় কাজ করবেন না?

বড়পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে। কয়েকটি চলচ্চিত্রের জন্য প্রস্তাবও পেয়েছি। কিন্তু সেগুলোর গল্প ও চরিত্র আমার সঙ্গে যায় না বলে করছি না। মনের মতো কোনো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করব। যে কাজটি করে আমি সন্তুষ্ট থাকতে পারব, এ রকম কাজ হলে অবশ্যই করব।

নাটকের মান নিয়ে কী বলবেন?

আমি বলব এখন খুব ভালো কাজ হচ্ছে। আমি কাজ ছাড়ার সময় যে পরিস্থিতি ছিল এখন আর তা নেই। অনেকেই পড়ালেখা করে মিডিয়ায় কাজ করতে আসছে। সব কিছুতেই নতুনত্ব আসছে। আমার খুব ভালো লাগছে।

দর্শক ইউটিউবে নাটক বেশি দেখে, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী?

এটা আমি পজিটিভভাবে দেখছি। কারণ মানুষ দেখছে। টেলিভিশনে একদিন প্রচার হওয়ার পর মানুষ দেখে না। আর নাটকটি নিয়ে যদি মানুষ আলোচনা করে তাহলে কিন্তু সবাই ইউটিউবে খুঁজে দেখছে। আসলে সবাই পরিবর্তন পছন্দ করে। একটা সময় মানুষ বিটিভি ছাড়া কিছু দেখত না। পরে বিভিন্ন চ্যানেল এসেছে। এখন ইউটিউব। সময়ের সঙ্গে সব কিছু ধাবমান। আমি মনে করি এটা পজিটিভ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads