• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অভিনেত্রী রানী সরকার আর নেই

অভিনেত্রী রানী সরকার

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

অভিনেত্রী রানী সরকার আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

কিংবদন্তি অভিনেত্রী রানী সরকার মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

রানী সরকার খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। তার বাবার নাম সোলেমান মোল্লা এবং মায়ের নাম আছিয়া খাতুন।

তিনি সাতক্ষীরার সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক পাঠক্রম শেষ করেন। এরপর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন। তার অভিনয় জীবন শুরু হয় ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে। ঠিক একই বছরই তার চলচ্চিত্রে অভিষেক দূর হ্যায় সুখ কা গাঁও চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রটি পরিচালনা করেন এ জে কারদার।

এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তার পিতৃপ্রদত্ত নাম মেরীর বদলে নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছায়াছবি ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’ এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছায়াছবি দুটিও বেশ জনপ্রিয় হয়।অভিনেত্রী রানী সরকার

প্রায় এক হাজার চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। একই বছর বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পুরস্কারেও ভূষিত করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads