• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
১৯ বার বঞ্চিত হয়েছি

চিত্রনায়ক ফারুক

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

১৯ বার বঞ্চিত হয়েছি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

‘এই জীবনে আমি ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছি! কারণ আমি সবসময় বঙ্গবন্ধুর কথা বলি। আমিও স্পষ্ট বলেছি, যদি পুরস্কার না পাওয়ার পেছনে এটাই মূল কারণ হয়- তো আমি তার কথা বারবার বলব, পুরস্কার চাই না।’ রোববার প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের পর নিজের বক্তব্যে একথা বলেন চিত্রনায়ক ফারুক। ২০১৬ সালের জন্য ফারুক যৌথভাবে ববিতার সঙ্গে আজীবন সম্মাননা পান।

ফারুক আরো বলেন, ‘আজীবন সম্মাননা এম‌নি‌তে পাওয়া যায় না। এর জন্য অ‌নেক কষ্ট কর‌তে হয়। সারা জীব‌নের অনেক কাজের বি‌নিম‌য়ে এ পুরস্কার অর্জন করা যায়। আজ আ‌মি যে সম্মান পেয়ে‌ছি তা আমার একার নয়। আপনা‌দের সবার। আমার পুরস্কার‌টি আপনা‌দের‌ উৎসর্গ করলাম।’

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আসরে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজের জন্য ২৫টি বিভাগে মোট ৩১ জন বিজয়ীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন তিনি।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস ও পূর্ণিমা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads