• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাকায় বনি এম

সত্তর দশকের জনপ্রিয় গানের দল বনি এম

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

ঢাকায় বনি এম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

ঢাকায় এসে পৌঁছেছে সত্তর দশকের জনপ্রিয় গানের দল বনি এম। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের একটি হলে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবে বনি এম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্সের কর্মকর্তা কাজী ফয়সাল আহমেদ।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত মে মাসে ক্রেইন্সের পক্ষ থেকে বনি এমকে জানানো হয়েছিল বাংলাদেশে তাদের গানপ্রেমী রয়েছে। তাদের জন্য ঢাকায় একটি কনসার্ট আয়োজন করতে আগ্রহী ক্রেইন্স। জুলাইয়ের শুরুর দিকে ক্রেইন্সের আমন্ত্রণ গ্রহণ করে বনি এম। এ প্রসঙ্গে ফয়সাল আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত শিল্পীদের বিভিন্ন সময় আমরা ঢাকায় আনার ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতায় এবার বনি এমকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি অনুষ্ঠানটি দারুণ হবে।’

‘ড্যাডি কুল’, ‘বাই দ্য রিভার্স অব ব্যাবিলন’, ‘ব্রাউন গার্ল ইন দ্য রিং’সহ বিভিন্ন গান দিয়ে সত্তর দশকে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বনি এম। সে সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা দলটি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ সঙ্গীত জগতে অসংখ্য পুরস্কার অর্জন করে। কনসার্টটি দেখতে হলে দর্শকদের অনলাইনে টিকেট কাটতে হবে। এ ছাড়া, বিএফসির আউটলেট, ওয়েস্টিন হোটেলের লবি, কফি বিন অ্যান্ড টি-লিফ রেস্তোরাঁয় টিকেট পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads